নয়াদিল্লি:কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। কপ্টার ভেঙে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা-সহ আরও বারো জনের। জেনারালে বিপিন রাওয়াতের এই মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমেরিকা।   প্রয়াত রাওয়াত ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন  বলে আমেরিকার পক্ষ থেকে শোকবার্তায় মন্তব্য করা হয়েছে।


মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস বুধবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন, কপ্টার ভেঙে পড়ে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ, তাঁর স্ত্রী ও অন্য ১১ জনের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। জেনারেল রাওয়াত ছিলেন এক গুরুত্বপূর্ণ সহযোগী। 


প্রাইস বলেছেন, ভারত-মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্বের জোরাল প্রবক্তা ছিলেন জেনারেল রাওয়াত। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব সুদৃঢ় করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেন তিনি। এই সম্পর্কের ভরকেন্দ্রে ছিলেন তিনি।  আমরা জেনারেলের পরিবারের প্রতি, ওই হেলিকপ্টারে যাঁরা ছিলেন, তাঁদের পরিবারের প্রতি এবং সামগ্রিকভাবে ভারতের মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। 


গতকাল বুধবার তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার একটি কপ্টার ভেঙে পড়ে জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা ও আরও ১১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। 


পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এক পৃথক সাংবাদিক বৈঠকে বলেছেন, প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জেনারেল রাওয়াতের পরিবার, ভারতীয় বাহিনী ও ভারতবাসীর প্রতি গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। কিরবি বলেন, জেনারেল রাওয়াত ভারত-মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন। ভারতীয় সশস্ত্র বাহিনীর রূপান্তরের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা নিয়েছিলেন তিনি। 


রাশিয়া, চিন , পাকিস্তান সহ বিভিন্ন দেশ জেনারেল রাওয়াতের প্রয়ানে শোক প্রকাশ করেছে। ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সান ওয়েইডোং কপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্যান্যদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। ব্রিটিশ হাইকমিশনারও  জেনারেল রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এল্লিস বলেছেন, জেনারেল রাওয়াত ছিলেন জ্ঞানী ও সাহসী সৈন্য।