মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বৃহস্পতিবার ভোরে পথ দুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল সম্পাদক। বাঁকুড়া জেলা ছেড়ে বেরোনোর পর রাজ বাঁধ এলাকায় দুর্ঘটনা। সায়ন্তিকার গাড়িতে ধাক্কা ১২ চাকার লরির। হাতে গুরুতর আঘাত পেয়েছেন নেত্রী, গাড়ির ব্যাপক ক্ষতি । কলকাতায় না গিয়ে বাঁকুড়ায় ফিরে এসেছেন সায়ন্তিকা । 



আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে গত কয়েকদিন ধরেই বাঁকুড়া শহরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তিনি। ভোর সোয়া ৬টা নাগাদ পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাজবাঁধ উড়ালপুলে উপর সায়ন্তিকার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে ১২ চাকার একটি লরি। পুলিশ সূত্রে খবর, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় লরিটি।  

দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় সায়ন্তিকার গাড়ি। ডান হাতে চোট পান তিনি। তবে দুর্ঘটনার পর আর কলকাতা ফিরে যাননি তৃণমূলের রাজ্য সম্পাদক। গাড়ি বদলে তিনি ফিরে আসেন বাঁকুড়া শহরেই। ঘাতক লরি এবং তার চালককে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। কুয়াশার জেরে দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


আরও পড়ুন : 


সায়ন্তিকার মিছিল থেকে বিজেপি বিধায়ককে চোর স্লোগান, পুরভোটের প্রচার ঘিরে উত্তেজনা


কিন্তু তারপরও বাঁকুড়াতেই মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 
আসন্ন পুরভোটকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছেন শাসকদলের রাজ্য সম্পাদক। সরকারি পরিষেবা ঠিকমতো মিলছে কিনা, সেই ব্যাপারেও করছেন খোঁজ খবর। কলকাতা পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও রাজ্যের বকেয়া পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। বিধানসভা ভোটের ফল অনুযায়ী, ২৪ ওয়ার্ডের বাঁকুড়া পুরসভায় মাত্র ৯টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। বাকি ১৫টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। 


গতকালই তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়কের উদ্দেশ্যে চোর স্লোগান ওঠে। বাঁকুড়ায় পুরভোটের প্রচার ঘিরে উত্তেজনা তৈরি হয়। বুধবার বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেখান দিয়ে যাওয়ার সময় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর স্লোগান দেওয়া হয়।