সৌমেন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায়, পুরুলিয়া: প্রশাসনিক সভা থেকে ফের বিজেপি-কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কেন্দ্রের বিজেপি সরকার ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করলেন। মমতা বলেন, "হয় ১০০ দিনের টাকা দাও, আমাদের লোকেদের দাও, নইলে বিদায় নাও (MGNREGA)।"
১০০ দিনের কাজের বকেয়া নিয়ে তরজা
পশ্চিম মেদিনীপুর থেকে পুরুলিয়া, একাধিক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছেন, ১০০ দিনের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। মঙ্গলবার পুরুলিয়াতে সেই নিয়ে আক্রমণে শান দেন তিনি। বলেন, "১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। টাকা না দিলে আগামী ৫-৬ জুন ব্লকে ব্লকে মিছিলের আহ্বান।"
কারও আট মাস, কারও ছ'মাস, কাজ করেও, প্রাপ্য টাকা মেলেনি বলে অভিযোগ। বার বার সে কথা বলেও লাভ হয়নি বলে জানা গিয়েছএ। পঞ্চায়েত যদিও জানিয়েছে, তাদের কাছেই টাকা এসে পৌঁছয়নি। তাই প্রাপ্য মেটানো যায়নি কারও।
তাতেই কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্ত করে টাকা আটকে রাখার অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি-র দাবি, ১০০ দিনের কাজ নিয়ে অযথা রাজনীতি করছে তৃণমূল। মেলা খেলাতে টাকা নস্ট না করে তা শ্রমিকদের দিতে পারে রাজ্য়। ১০০ দিনের প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে, আগামী রবি ও সোমবার ব্লকে ব্লকে, বুথে বুথে মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।
ইডি-সিবিআই নিয়েও আক্রমণ মমতার
কিন্তু প্রকল্পের বকেয়া টাকা নিয়ে রাজনীতির পারদ চড়লেও, কবে টাকা পৌঁছবে গরিব মানুষগুলির কাছে, তার সদুত্তর মেলেনি। এ দিন ইডি-সিবিআই নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, "সিবিআই-ইডি দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কয়লা-গরু কেলেঙ্কারিতে ফাঁসাতে চাইছে। বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। পুরুলিয়ার কর্মীসভায় মোদি সরকারকে আক্রমণ করে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।"