সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ ষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে মা দুর্গার বোধন (Durga Puja 2022)। তবে আবহাওয়া অফিসের (Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্ত বৃষ্টিতে (rain) ভাসল কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন এলাকা। পুজোর আনন্দে কোথায় কেমন আবহাওয়া, জেনে নেওয়া যাক।
পুজোর 'অসুর' বৃষ্টি
পুজোর শুরুতেই অসুর রূপে দেখা দিল বৃষ্টি। ষষ্ঠীর সন্ধেয় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। জল জমে গেল সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিভিন্ন রাস্তায়।
সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চব্বিশ ঘণ্টায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া শক্তিশালী হবে। তার জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামী ২ দিন উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। নবমী থেকে বৃষ্টি হতে পারে সেখানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকাগুলিতে।
পূর্বাভাস:
উত্তরবঙ্গ:
29.09.2022 - 02.10.2022: উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে৷
03.10.2022 - 05.10.2022: উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা৷
দক্ষিণবঙ্গ:
29.09.2022 - 01.10.2022 : বিক্ষিপ্ত বজ্রঝড়ের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শেষ
দক্ষিণবঙ্গের জেলাগুলো।
02.10.2022 : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গা।
03.10.2022: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বর্ষণ হতে পারে এবং এক সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার উপর দুটি স্থান।
04.10.2022 - 05.10.2022: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুন: Death Mystery: 'প্রাথমিকে চাকরির টোপ', লালগোলায় তরুণের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
পুজোর কয়েকদিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস কেমন দিচ্ছে www.imdkolkata.gov.in
Day | Min | Max | Icon | Text |
---|---|---|---|---|
30-Sep | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
01-Oct | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
02-Oct | 26.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
03-Oct | 26.0 | 30.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
04-Oct | 26.0 | 30.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
05-Oct | 26.0 | 31.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
06-Oct | 25.0 | 30.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |