কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে কলকাতায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) রাজ্য দফতরের উদ্বোধন। কসবার হালতুর কাছে দক্ষিণ পূর্বাচলে অফিসের উদ্বোধন করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু। আম আদমি পার্টির দাবি, মূল প্রতিপক্ষ বিজেপি হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের ওপরেও তাদের নজর থাকবে।
আম আদমি পার্টি রাজ্য দফতর: দিল্লির পর, এবছর কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। বিজেপি এবং কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা এখন একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। চলতি বছর মার্চ মাসে পাঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। নিজেদের এই বিজয়রথ শুধু দিল্লি, পাঞ্জাবেই নয়, ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে দিতে চাইছে কেজরিওয়ালের দল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে জানিয়েছে আপ নেতৃত্ব। লোকসভা ভোটের দু’বছর আগে এবং পঞ্চায়েত ভোটের একবছর আগে কলকাতায় দফতর খুলে বিজেপিকে নিশানা করল অরবিন্দ কেজরিওয়ালের দল।
আম আদমি পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সঞ্জয় বসু বলেন, “আমাদের মূল প্রতিপক্ষ বিজেপি। বড় শক্তির সঙ্গে লড়তে নেমেছি। যেখানেই বিরোধীদের সরকার থাকে, সেখানেই সিবিআই, ইডি-কে দিয়ে ডিস্টার্ব করে। শুভেন্দু বা মুকুল রায়রা বিজেপিতে এলেই ধোয়া তুলসিপাতা হয়ে যায়।’’ এরাজ্যে একের পর এক দুর্নীতির মামলায়, তৃণমূল নেতাদের গ্রেফতারির আবহে, দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছে তারা। সঞ্জয় বসু বলেন, “দুর্নীতির ইস্যুও বড় ইস্যু। বাংলার মানুষ ৫ বছরের জন্য তৃণমূলকে এনেছে। আশা করব তৃণমূল উন্নয়নে কাজ করবে।’’
কসবার হালতুর কাছে দক্ষিণ পূর্বাচলে, এই ফ্ল্যাটের চার তলায় খোলা হয়েছে অফিস। উদ্বোধন করেন, এরাজ্যে আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা, সঞ্জয় বসু। বিভিন্ন জেলা থেকেও এসেছিলেন দলীয় কর্মীরা। এর আগে এরাজ্যে সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছিল আম আদমি পার্টি। সম্প্রতি SSC দুর্নীতিকাণ্ডে কলকাতায় মিছিলও করে তারা। এবার কলকাতায় দফতর খুল অরবিন্দ কেজরিওয়ালের দল।
চলতি বছর মার্চ মাসে মালদার (Malda) শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার দেখা যায়। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের নবপল্লি এলাকাতেও আপের পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ।
আরও পড়ুন: Kolkata News:বাইপাসের ধারে ঝিল থেকে উদ্ধার মহিলার দেহ, মুকুন্দপুরের ঘটনায় নাম-পরিচয় নিয়ে ধন্দে পুলিশ