Didir Doot: 'দিদির দূত'-এ মন্ত্রী, তাঁর সামনেই 'মারামারি' কর্মীদের

TMC: দেগঙ্গা থেকে বাদুরিয়া, নানা জায়গায় ঝামেলা। মন্ত্রী, সাংসদের সামনেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা।

Continues below advertisement

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দিদির দূত কর্মসূচিতে দমকলমন্ত্রী সুজিত বসুর সামনে মারামারি, ধাক্কাধাক্কির ঘটনা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলায় এই ঘটনা ঘটে। তাতে জড়িয়ে পড়লেন স্থানীয় তৃণমূল নেতাও।

Continues below advertisement

ঝামেলায় জড়িয়ে পড়েন পঞ্চায়েত সদস্য বাগবুল ইসলাম। মন্ত্রীর সামনে বাগবুলের তালিকা পরিবর্তনের অভিযোগ ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে, দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর। পরে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাদুরিয়ায় বিক্ষোভ:
দিদির দূত কর্মসূচিতে গিয়ে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে প়ড়তে হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়াতেও সেই ঘটনা। দিদির দূত কর্মসূচি ঘিরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিবাদ। দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিদের পৃথক পৃথক কর্মসূচিতে যোগ দিতে হল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। শুধু তাই নয়, সাংসদের সামনেই বচসায় জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাইরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে, দরজা বন্ধ করে বৈঠক করতে হয় তৃণমূল সাংসদকে।

দলবদল নিয়েও প্রশ্ন:
উত্তর ২৪ পরগনাতেই বাগদায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে দলবদল নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। বাগদার বাঁশঘাটায় লোকেদের অভাব-অভিযোগের কথা শুনতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক বাসিন্দা তাঁকে বলেন, 'তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, ভোটে জিতে আবার তৃণমূলে ফিরে এসেছেন। আপনাকে কী অভিযোগ করব?'   

কোচবিহারেও বিক্ষোভ:
'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে 'দিদির দূত' হিসেবে গিয়ে প্রায় রোজই গ্রামবাসীদের হাজারো প্রশ্ন আর ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা। কদিন আগেই রাস্তা সংস্কার থেকে পানীয় জল নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। কেউ বলেছিলেন, 'আমরা রাস্তা পাকা চাই আর ড্রেন পাকা চাই। তাহলে ভোট পাবেন।' কেউ বিধায়কের সামনেই অভিযোগ করেছিলেন, '২০১১-তে আসছে, আর আজকে ২০২৩। আর মধ্যে দেখা নাই।'

বীরভূমে ক্ষোভ:
অনুব্রতহীন বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে একের পর এক তৃণমূল বিধায়ক ও সাংসদ। এদিন ময়ূরেশ্বরের নন্দীগ্রামে পানীয় জল নিয়ে ক্ষোভের মুখে পড়েন বিধায়ক অভিজিৎ রায়। জল না পেলে ভোট দেব না বলে তৃণমূল বিধায়ককে জানিয়ে দেন গ্রামবাসীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। গতকালও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। 

আরও পড়ুন: সেনাবাহিনীর ট্যাঙ্কারে জল ভরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু সেনা জওয়ানের

Continues below advertisement
Sponsored Links by Taboola