প্রকাশ সিনহা, কলকাতা: ভোটের আগে কলকাতায় আয়কর হানা (Income Tax Raid), এখনও পর্যন্ত ১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় ১০ জায়গায় একসঙ্গে আয়কর দফতর হানা চলছে। গতকাল রাত থেকেই চলছে আয়কর তল্লাশি। ১ জুন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) সপ্তম দফায় কলকাতায় ভোটগ্রহণ (Lok Sabha 7th Phase)। তার আগে আয়কর তল্লাশিতে উদ্ধার হল টাকা।


শোভাবাজারে এক বিজ্ঞাপন সংস্থার অফিসে আয়কর দফতরের (IT Raid) তল্লাশি হয়েছে। ১৩এ, মদনমোহনতলা স্ট্রিট-এই ঠিকানায় বিজ্ঞাপন সংস্থার অফিসে আয়কর অভিযান হয়েছে। সূত্রের খবর, আয়কর তল্লাশিতে বিজ্ঞাপন সংস্থার ২টি অফিস থেকে ১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।


১৩এ, মদনমোহনতলা স্ট্রিট-এই ঠিকানায় একটি চারতলা বাড়ি রয়েছে। যার এক তলায় রয়েছে একটি বিজ্ঞাপন সংস্থার অফিস। বাকি তলাগুলিতে ব্যবসায়ী সংস্থার সদস্যদের পরিবার থাকে। এই ঠিকানাতেই থাকেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি সাহা। যদিও তাঁর বাড়িতে আয়কর হানা হচ্ছে কিনা তা জানা যায়নি এখনও। 


কলকাতার কোথায় কোথায় তল্লাশি?
কলকাতায় আলিপুর, গড়িয়াহাট, আনন্দপুর, শোভাবাজার, ধর্মতলার মোট ১০টি জায়গায় আয়কর তল্লাশি চলেছে। 


সূত্রের খবর, আয়কর দফতরের কাছে অভিযোগ আসে, শহর জুড়ে যা হোর্ডিং টাঙানোর কথা, তার থেকে অনেক বেশি সংখ্য়ক অবৈধ হোর্ডিং টাঙানো হয়েছে। আর এর থেকে পাওয়া বিপুল পরিমান অর্থ পৌঁছে যায় প্রভাবশালীদের হাতে। এই অভিযোগের ভিত্তিতেই বুধ ও বৃহস্পতিবার শহরের বিভিন্ন প্রান্তে ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে ও বাড়ি মিলিয়ে ১০ জায়গায় হানা দেয় আয়কর দফতর। 


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'টাকা লুকোনো আছে। আমরা তো দেখেছি। তবে, টাকা লুকোনোতে পার্থ এখনও এগিয়ে আছে। এটাই তৃণমূলের চরিত্র।' তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, 'কোনও জায়গায় রেড হতেই পারে। বৈধ না অবৈধ আগে থেকে বোঝা যায় না। একটি সংস্থা তার অনেক টাকা থাকতেই পারে।'


তাৎপর্যপূর্ণভাবে, বেশ কিছুদিন আগে, নির্বাচন কমিশনের কাছে বিজেপির তরফে অভিযোগ করা হয়, তৃণমূলের তরফে শহরের সমস্ত হোর্ডিং-এর জায়গা দখল করে নেওয়া হয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, ১ কোটি টাকার মধ্য়ে, এসপ্ল্যানেডের একটি অফিস থেকেই উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকা ও অন্য জায়গাগুলি থেকে মিলেছে আরও ৫০ লক্ষ নগদ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: UPSC প্রস্তুতি নিতে ছেড়েছিলেন সরকারি চাকরি! তারপর?