Independence Day 2024 : স্বাধীন ভারতেও নিয়ন্ত্রিত হয়েছিল যাতায়াত, অর্থকষ্টে দিনযাপন, ভগৎ সিংয়ের সহযোদ্ধা বটুকেশ্বর দত্তর স্মৃতিকথায় কন্যা

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত, ভগৎ সিংয়ের সহযোদ্ধা, মেয়ে ও স্ত্রীর সঙ্গে রোগশয্যায়
Source : Punjab state archives, Google
Batukeshwar Dutt : বেতের ঘা, বুট দিয়ে বুকে পিঠে আঘাত, খেতে না-দেওয়া, ভেতর-বাইরে থেকে শরীরটা ঝাঁঝরা করে করে দিয়েছে ইংরেজ। তারপর দেশ স্বাধীন হল কিন্তু তিনি হলেন না।
ইংরেজ তাঁকে তাড়া করে বেড়িয়েছে। ক্ষ্যাপা কুকুরের মতো খুঁজেছে। দিল্লির অ্যাসেম্বলিতে বোমা মারার পর ভগৎ সিংয়ের ফাঁসির পর তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে দ্বীপান্তরে। হয়েছে অকথ্য নির্যাতন।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


