কলকাতা: দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় কলকাতা শহরে। সেই কথা মাথায় রেখে দুর্গা (Durga Puja) ও লক্ষ্মীপুজো (Lakshmi Puja) উপলক্ষে বিশেষ ট্রেন (special Local EMU trains) চালানোর কথা ঘোষণা করা হল শিয়ালদহ ডিভিশনে (Sealdah division)। শিয়ালদহ থেকে শহরতলির বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে ৮, ৯,১০, ১১,১২ ও ১৩ অক্টোবর।
রেলওয়ে কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছে, শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। শিয়ালদহ থেকে একটি ট্রেন ছাড়বে রাত আড়াইটের সময়। সেই ট্রেনটি নৈহাটি গিয়ে পৌঁছবে রাত তিনটে ৪০ মিনিটে। তার আগে একটি ট্রেন ছাড়া হবে রাত দেড়টার সময় এবং সেটি নৈহাটি গিয়ে পৌছবে রাত ২টো ৪০ মিনিটে। অন্যদিকে রাত ১২ টা ১১টা মিনিটে একটি ডাউন স্পেশাল ট্রেন ছাড়া হবে নৈহাটি জংশন থেকে সেটি শিয়ালদহ গিয়ে পৌঁছবে রাত একটা ২০ মিনিটে। অন্য আরেকটি ট্রেন নৈহাটি থেকে ছাড়বে রাত ৩টের সময় আর সেটি শিয়ালদহ গিয়ে পৌঁছবে ভোর ৪টে ১০ মিনিটে।
একজোড়া বিশেষ ট্রেন চালানো হবে শিয়ালদহ-রানাঘাট রুটে। শিয়ালদহ থেকে একটি ট্রেনটি ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে আর সেটি রানাঘাট স্টেশনে গিয়ে পৌঁছবে রাত আড়াইটের সময়। আরও একটি ডাউন ট্রেন রানাঘাট স্টেশন থেকে ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং সেটি শিয়ালদহ স্টেশনে গিয়ে পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে।
রানাঘাট থেকে কৃষ্ণনগর রুটেও চালানো হবে একজোড়া বিশেষ ট্রেন। আপ ট্রেনটি রানাঘাট স্টেশন থেকে ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং তা কৃষ্ণনগর স্টেশনে গিয়ে পৌঁছবে রাত ১২টা ১৭ মিনিটি। অন্যদিকে ডাউন ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে ১২টার সময় এবং সেটি রানাঘাট স্টেশনে গিয়ে পৌঁছবে রাত ১টা ৫ মিনিটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।