কলকাতা: শিয়ালদা স্টেশনে (Sealdah Station) ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম আগামীকাল মধ্যরাত থেকে বন্ধ। রবিবার দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে এই কয়েকটি প্ল্যাটফর্ম। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অতিরিক্ত বাস পরিষেবার জন্য রাজ্যকে আর্জি রেলের (Indian Railway)।


শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে ছাড়বে কোন ট্রেনগুলি ?


জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে যাতায়াত করবে ১২ কামরার ট্রেন। তার জন্য প্ল্যাটফর্মগুলিকে উপযোগী করে তোলা হবে এই সময়ের মধ্যে। ৪টি দূরপাল্লার ট্রেন এই সময়ে শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশন থেকে। আসানসোল এক্সপ্রেসও শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে। স্টেশন বদলে গেলেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে, আবার ওই ট্রেনগুলি দমদম থেকেই ছাড়বে।দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্যকে আর্জি রেলের।


জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে যাতায়াত করবে ১২ কামরার ট্রেন


রেলের তরফ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে শিয়ালদার একাধিক প্ল্যাটফর্মগুলিকে বড় করার কাজ চলছে। এতদিন ৯ কামরার ট্রেন চলত, এবার থেকে ১২ কামরার ট্রেন চলবে। এবং ১২ কামরার ট্রেন চলাচলের জন্য প্ল্যাটফর্ম বড় করার প্রয়োজন। প্রথম পর্যায়ের যে কাজ, অর্থাৎ প্ল্যার্টফর্ম কন্সট্রাকশনের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাশাপাশি ৬ জুন থেকে ৯ জুন অবধি চলবে ইন্টারলকিয়ের এবং সিগন্যালিঙের কাজ চলবে।  শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে একইসঙ্গে অনেক কাজ চলছে। কারণ প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ চলছে। পরিবহণ ব্যবস্থায় যাতে কোনও অসুবিধায় পড়তে না হয় সাধারণ মানুষকে, সেজন্য রাজ্য সরকারের ট্রান্সপোর্ট সেক্রেটারির সঙ্গে কথাও বলেছেন, বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব, 'আজ নয়', কবে যাবেন জানালেন অভিনেত্রী


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।