কলকাতা: তিনি রাজনীতিক নন, একজন ইউটিউবার। কিন্তু তাঁর আলোচ্য বিষয়ের জন্যই ভারতীয় রাজনীতিতে তিনি নিজেই আলোচ্য। মোদির কট্টর সমালোচক ধ্রুব রাঠি (Dhruv Rathee) তাঁর ইউটিউব চ্যানেল এবং অন্য় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোদি এবং বিজেপির কড়া সমালোচনা করে ধারাবাহিক ভিডিও কনটেন্ট তৈরি করেছেন। এই লোকসভা নির্বাচনের আগে মোদি-বিরোধী পরিসরে তাঁর ভিডিও ভাইরাল হয়েছে বারবার। সোশ্যাল মিডিয়ায় বারবার মোদি সমর্থকদের আক্রমণের শিকারও হয়েছেন তিনি।


নির্বাচনের আগে একাধিক ভিডিও তৈরি করেছিলেন ধ্রুব রাঠি। সেখানে বারবার করে সাধারণ ভোটারদের ভোট দিতে বলেছিলেন তিনি। ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই X হ্যান্ডেলে একটি ট্যুইট করেছেন ধ্রুব রাঠি (Dhruv Rathee reaction on Lok Sabha Election Result)। সেখানে লিখেছেন. 'Never underestimate the power of a common man' - যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়- 'সাধারণ মানুষের ক্ষমতাকে কখনও খাটো করে দেখা উচিত নয়'। শাহরুখের সিনেমা চেন্নাই এক্সপ্রেসের ডায়লগ ধার করে করা এই কমেন্ট- বিজেপির প্রতিই কি খোঁচা?


 






নির্বাচনের আগে কিংবা প্রচারের সময়টা একাধিক ভিডিও তৈরি করে পোস্ট করেছিলেন ধ্রুব রাঠি। তাঁর ভিডিওতে বারবার মোদি সরকারের নীতি নির্ধারণ, মূল্য়বৃদ্ধি থেকে শুরু করে অর্থনীতির নানা দিক ও সামাজিক সমস্য়াগুলি তুলে ধরেছেন। মোদি সরকারের নীতিগুলির ছত্রে ছত্রে সমালোচনাও করেছেন। তারপর ভোটের ফল বেরনোর পরে এমন পোস্ট জনপ্রিয় ইউটিউবারের।   


গত দুই বারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) একচেটিয়া জয় পেয়েছিল বিজেপি। ২০২৪ -এর লোকসভা নির্বাচনে বিজেপি টার্গেট নিয়েঠিল ৩৭০ আসনের এবং এনডিএ এর জন্য টার্গেট ছিল ৪০০ আসনের। বুথ ফেরত সমীক্ষাও ইঙ্গিত দিয়েছিল বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও সেই হিসেবে একেবারে উল্টে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরেই থেমেছে বিজেপি। যদিও এনডিএ-এর হিসেবে সংখ্যাগরিষ্ঠতা এসে গিয়েছে। উল্টোদিকে বিরোধীদের ফলও অত্যন্ত ভাল হয়েছে গত লোকসভা নির্বাচনের তুলনায়।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: জেতা আসন বদলের পিছনে কলকাঠি কার? হারের পরে মুখ খুললেন দিলীপ