কলকাতা: আরও এক প্রাক্তন উপাচার্যর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) প্রাক্তন উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ। দুর্নীতি, বেনিয়ম সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেন রাজ্যপাল।


মে মাসে হঠাৎ অপসারিত করা হয় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। উপাচার্য সাধন চক্রবর্তীকে সরিয়ে দেন আচার্য সিভি আনন্দ বোস। ফেব্রুয়ারির শেষে ৩ মাসের জন্য অস্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন রাজ্যপাল। রাজভবনের কথা জানিয়ে রেজিস্ট্রার মেল করে জানান উপাচার্যকে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ আগেই উঠেছিল। তারপরই পদক্ষেপ। এব্যাপারে এখনও পর্যন্ত উপাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


দীর্ঘদিন ধরেই এই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। উপাচার্যের বিরুদ্ধে জমা পড়েছে একাধিক অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। আচমকাই আচার্য সি ভি আনন্দ বোস উপাচার্য পদ থেকে সরিয়ে দিলেন সাধন চক্রবর্তী। গত ২৮ ফেব্রুয়ারি ৩ মাসের জন্য সাধন চক্রবর্তীকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়য বিশ্ববিদ্যালয়ের টাকা নয় ছয় থেকে দুর্নীতি, একাধিকবার সাধন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। সেই অভিযোগ আসে রাজ্যপালের কাছে। মে মাসে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যাঁরা আন্দোলন করছেন তাঁদের এবং উপাচার্যকে ডেকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন আসেন সেদিন, কিন্তু উপাচার্য আসেননি। এরপর ওই ঘটনার দিন রাতেই অপসারিত করা হয় সাধন চক্রবর্তীকে। আর এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস। 


অন্যদিকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষা দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হন। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ-সহ একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তদন্ত করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্য। বিবৃতি প্রকাশ করে জানাল রাজভবন। দিনকয়েক আগে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?