গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:

  ঘনিষ্ঠদের গোঁজ প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন খোদ বিধায়ক (TMC MLA)! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার (Giasuddin Molla) বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ করেছেন মগরাহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক। প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ। 


কেন অভিযোগ?
বিদ্রোহের সুর আগেই শোনা গিয়েছে তাঁর গলায়। পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক। অভিযোগ করেছেন, দলের মধ্যে গ্রুপবাজি হচ্ছে। এবার তাঁর বিরুদ্ধেই উঠল গোঁজ প্রার্থী দাঁড় করানোর অভিযোগ! পঞ্চায়েতে ভোটের আগে আরও তীব্র হল তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ। রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে তৃণমূলে প্রার্থীদের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দাঁড় করানোর অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন মগরাহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা। মগরাহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা বলেন, 'নিজের বিধানসভা এলাকায় ৩২টি আসনে নির্দল হিসেবে গোঁজ প্রার্থী দাঁড় করিয়েছেন তৃণমূল বিধায়ক। এই প্রার্থীরা বিধায়কের ঘনিষ্ঠ নেতাদের অনুগামী গোঁজ প্রার্থী। আমি চাইব দলের উচ্চ নেতৃত্ব এ বিষয়ে ব্যবস্থা নেবে।' কী বলছেন মগরাহাট পশ্চিমের বিধায়ক? তাঁর দাবি, 'যারা দাঁড়িয়েছিল সবাই তুলে নিয়েছে। উভয় গোষ্ঠীর তুলে নেওয়া হয়েছে। বেশীরভাগ তুলে নেওয়া হয়েছে। তারপরেও কেউ থাকলে দল তার সঙ্গে সম্পর্ক রাখবে না। উভয়পক্ষ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি। কেউ থাকলে বহিষ্কার করা হবে।' এর আগে টিকিট বিলি নিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছিল বিধায়কের গলায়। দলের নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আমি প্রার্থী পাঠিয়েছিলাম। বুথ কমিটির মিটিং করে, অঞ্চল কমিটির মিটিং করে ব্লক সভাপতি, জেলা সভাপতি, জেলার চেয়ারম্যানের সই করে পাঠিয়েছিলাম। পরবর্তী টাইমে ৫০-৫০ ভাগ হয়ে গেছে। একটা গ্রুপবাজি ছিল। শুধু গিয়াসউদ্দিন নন, পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নিয়ে বিদ্রোহী হয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরীও। পঞ্চায়েত ভোটের টিকিট পেতে কোটি কোটি টাকার খেলা হয়েছে। দলের বিরুদ্ধে বিস্ফোরক এই দাবি করে দুটি পদ থেকে ইস্তফা দিয়েছেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আব্দুল করিম চৌধুরীর সুরেই নির্দলদের সমর্থনে পথে নেমেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গিয়াসউদ্দিনের বিধানসভা কেন্দ্রে অধিকাংশ আসনেই বিরোধী প্রার্থী নেই। তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই নির্দলদের। এই প্রেক্ষিতেই, গোঁজ প্রার্থী দেওয়ার অভিযোগ গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে।

আরও পড়ুন:সকন্যা তিহাড়ে অনুব্রত, খাঁ খাঁ করছে বাড়ি-কার্যালয়, বীরভূমে বৈতরণী পার হবে তৃণমূলের!