সুদীপ্ত আচার্য, কলকাতা : ফের শহরের এক নামী বেসকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। এমআরআই করতে এসে বেসরকারি হাসপাতালে ছাত্রীর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠল মহানগরে এদিন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ ওঠে।
কী বলা হয়েছে?
এমআরআই করতে এসে লেডি ব্রেবোর্ন কলেজের মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে, এমনই দাবি। 'স্নায়ুর চিকিৎসা করতে এসে এমআরআই করার সময় অসুস্থ, পরে মৃত্যু', এমআরআই করার সময় অসুস্থ, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ উঠেছে শহরের এই হাসপাতালের বিরুদ্ধে। 'এমআরআই করার পর অসুস্থ, সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়', ভেন্টিলেশনে দেওয়ার পরেও মৃত্যু, গাফিলতির অভিযোগ উড়িয়ে দাবি হাসপাতালের।
সম্প্রতি চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল বাঙুর হাসপাতালে। যে অভিযোগকে কেন্দ্র করে কলাপসিবল গেট ভেঙে ঢোকার চেষ্টা হাসপাতালের ভেতরে। পুলিশের সঙ্গে সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় মৃত রোগীর আত্মীয় পরিজনদের। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে পদক্ষেপ করা হবে
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় হাসপাতালে আনা হয় আমনকে। শনিবার পর্যন্ত সুস্থই ছিলেন। রবিবার সকালে আচমকা তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন, এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?
এম আর বাঙুর হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, 'হাইভল্টেজ বার্ন নিয়ে ভর্তি হয়। অবস্থা ভাল ছিল না। দেহের ময়নাতদন্ত হবে। চিকিৎসায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে হাসপাতালের তরফে বিভাগীয় পদক্ষেপ করা হবে।'