ANI Twitter Locked: সংবাদ সংস্থা এএনআই (ANI)- এর ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account) ব্লক করে দিয়েছে কর্তৃপক্ষ। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের ট্যুইটার অ্যাকাউন্ট আচমকাই বন্ধ করা হয়েছে। এএনআই- এর সম্পাদক স্মিতা প্রকাশের কাছে একটি বার্তা এসে পৌঁছেছে শনিবার। সেখানে লেখা রয়েছে এএনআই- এর ট্যুইটার অ্যাকাউন্টটি এখন মাইক্রোব্লগিং মাধ্যমে নেই।


কিন্তু কেন এমন হয়েছে?


ট্যুইটারের তরফে বলা হয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমে অ্যাকাউন্ট চালু রাখার জন্য নূন্যতম বয়সসীমা থাকে। সেটা এএনআই- এর অ্যাকাউন্টে নেই। সেই জন্যই তা ব্লক করা হয়েছে। নিজের ট্যুইটারে ইমেলে আসা সতর্কবার্তার স্ক্রিনশটও শেয়ার করেছেন স্মিতা প্রকাশ। 


 






কী বলা হয়েছে ইমেলে?


এএনআই- এর সম্পাদক স্মিতা প্রকাশকে ট্যুইটার কর্তৃপক্ষ যে ইমেল পাঠিয়েছে সেখানে লেখা হয়েছে যে ট্যুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য নূন্যতম ১৩ বছর বয়স হতে হবে সংস্থা। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। আর সেই কারণেই এএনআই- এর ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। 


এই ঘটনায় কী বলছেন এএনআই- এর সম্পাদক?


এএনআই- এর ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক হওয়ার পরেই সম্পাদক স্মিতা প্রকাশ ট্যুইট করে জানিয়েছেন, যাঁরা এএনআই ফলো করেন তাঁদের জন্য দুঃখের খবর রয়েছে। ট্যুইটার কর্তৃপক্ষ ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থার  অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। কারণ এর বয়স ১৩ বছর হয়নি। এএনআই- এর বর্তমান ফলোয়ার ৭.৬ মিলিয়ন। সরিয়ে নেওয়া হয়েছে এএনআই- এর ট্যুইটার অ্যাকাউন্টের গোল্ড টিক। এবার বন্ধ বা লক করা হয়েছে অ্যাকাউন্ট। 


গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের নতুন মালিক হন এলন মাস্ক। তিনি সিইও পদে আসীন হওয়ার পর থেকেই জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে একাধিক পরিবর্তন এসেছে। প্রথমে একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে। দফায় দফায় ট্যুইটার থেকে চাকরি খুইয়েছেন কর্মীরা। যুক্ত হয়েছে অনেক নতুন ফিচার। ব্লু টিক সাবস্ক্রিপশন তার মধ্যে অন্যতম। আচমকাই অনেকের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধও হয়েছে। এবার লক হল এএনআই- এর ট্যুইটার অ্যাকাউন্ট।


আরও পড়ুন- শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?