কলকাতা: 'ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই লেখার ব্রিফ দিই, বইমেলায় আমাকেও একটু আধটু লিখতে হয় কখনও কখনও।' সোমবার কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2022)  উদ্বোধনে এসে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 


তিনি পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রশাসনিক হাজারও দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। গোটা রাজ্যের দায়িত্ব সামলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে কবিতা, গান লেখেন। অন্যদিকে পিয়ানো বাজান, আঁকা-আঁকিও করেন। রাজনৈতিক ভাবমূর্তির বাইরেও তাঁর এই সাংস্কৃতিকসত্ত্বার পরিচয় মিলেছে বহুবার। কিন্তু এত ব্যস্ত যাপনেও এসবের সময় কীভাবে পান তিনি? বইমেলার উদ্বোধনে এসে মজার ছলে সে কথাই ভাগ করলেন খোদ নেত্রী। 


এ দিন তিনি বলেন, 'বইমেলা এলে আমিও যেমন জ্বালাই, আমাকেও জ্বালায়। তাগাদা দেয়। বইমেলায় জন্য আমায় কখনও কখনও লিখতে হয়, কিন্তু টাইম কোথায় পাই বলুন তো? ট্রেডমিল করতে করতেই ব্রিফিং দিয়ে দিই। বলি এই লিখে নাও তো।'


মুখ্যমন্ত্রীর হাতে অবসর খুবই কম। তাই অন্যান্য কাজ করতে করতেই এই কাজও সারেন তিনি। 'লিখতে লিখতে, পথ চলতে চলতে, মোবাইলে কথা বলতে বলতেই' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লেখার গুরু দায়িত্বও সামলে নেন অবলিলায়। এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ইন্দ্রনীল আমাকে ক্ষেপায়, বলে তুমি মোবাইল মিউজিক ডিরেক্টর। তুমি মোবাইলে গান দাও, মোবাইলেই লেখা দাও।'


আরও পড়ুন: Kolkata Book Fair 2022: বইমেলা শেষে বাড়ি ফিরতে অতিরিক্ত পরিবহণ পরিষেবা, নির্দিষ্ট করা হচ্ছে অটোর ভাড়াও


মুখ্যমন্ত্রীর কথায়, '১৯৯৫ সাল থেকে প্রতি বছরই আমি কিছু বই বইমেলায় দিই। আগের জীবনের কোনও কিছু ইতিহাসে লেখা নেই। বাবা-মা কোথায় হারিয়ে ফেলেছেন। এখন যে ঘটনাগুলো ঘটছে, সব অনুভূতিগুলো লিখে রাখি। এসব ভাষায় প্রকাশের জন্য আমার একটা পেন আছে। আমি এখনও মনে করি কলমের বিকল্প কিছু নেই। মনের ভাষা বের করতে গেলে, একটা খাতা আর একটা পেনের যে দাম সেটা তাঁরাই জানেন, যাঁরা লেখেন।' উল্লেখ্য, এবারের কলকাতা বইমেলায় (International Kolkata Book Fair 2022) তাঁর ১২টি বই প্রকাশিত হচ্ছে। 


আরও পড়ুন: Book fair 2022: 'থিমে এবার বাংলাদেশ' বইমেলার উদ্বোধনে দুই বাংলাকে সম্প্রীতির বার্তা মমতার


বইমেলা এলেই আমি জ্বালাই, ওরাও আমায় জালায়। বইমেলায় আমায় কখনও কখ লিখতে হয়।  ট্রেডমিল করতে করতেই লেখার ব্রিফিং করে দিই,