কলকাতা: রাজ্যের করোনাগ্রাফে স্বস্তি। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্তের (Active corona cases) সংখ্যা ১০০-এর নিচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২১৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (Corona Death) হয়েছে মাত্র ১ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ৩ জনের। এই পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৫ হাজার ১০৭ জন। 


গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২০৪ জন। এখন রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৮২৮ জন। মৃত্যুর হার ১.০৫ শতাংশ।


রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে কলকাতা (Kolkata)। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা (North 24 Paraganas)। সেখানে দৈনিক আক্রান্ত ১১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে, দক্ষিণ ২৪ পরগণায় (South 24 Paraganas)।


আরও পড়ুন: Fatty liver disease : লিভারে জমেছে মেদ ! কীভাবে বুঝবেন? ফেলে রাখলে হতে পারে লিভার ফেলইয়রও


অন্যদিকে দেশে একদিনে করোনা (Corona Case) সংক্রমণ নামল ১০ হাজারের নিচে। করোনায় কমল দৈনিক সংক্রমণ। কমল একদিনে মৃত্যুর সংখ্যাও (Daily Death Toll)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৩। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ২৭৩ জন। 


দেশে অ্যাক্টিভ কেসের (Active Case)সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬০১। দৈনিক পজিটিভিট রেট  (Positivity Rate) ১.১১ শতাংশ। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ৬৮৬ জন। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৩ হাজার ৮৪৩।