মুর্শিদাবাদ : হাওড়ার (Howrah) পর মুর্শিদাবাদ (Murshidabad) জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। রেজিনগর ও শক্তিপুর দুই থানা এলাকা এবং বেলডাঙা-১ ও বেলডাঙা-২ ব্লক এলাকা বন্ধ ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট ব্যবহার করে কোনও গুজব যাতে না ছড়ায় বা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেই কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের।


ঠিক কী হয়েছে বেলডাঙায়


গতকাল থেকেই মুর্শিদাবাদের বেলডাঙায় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একাধিক জায়গায় বিক্ষোভ-অবরোধ হয়। প্রসঙ্গত, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হতে শুরু করে। ইতিমধ্যে পুলিশ সেই যুবককে গ্রেফতার করেছে। কিন্তু তারপরও এখনও পরিস্থিতি কিছুটা থমথমে। তাই এই অবস্থায় গুজব ছড়িয়ে যাতে কোনওভাবে পরিস্থিতি খারাপ না হয় তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট বন্ধের ব্যবস্থা করা হয়েছে। যদিও ফোনের নেটওয়ার্ক, এসএমএস পরিষেবা চালু থাকবে বলেই জানা গিয়েছে। খবরের কাগজের পরিষেবাও ব্যাহত হবে না বলেই জানা গিয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি থানা এলাকা ও দুটি ব্লক এলাকায় আগামী ১৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। জানা গিয়েছে, রেজিনগর ও শক্তিপুর দুই থানা এলাকা এবং বেলডাঙা-১ ও বেলডাঙা-২ ব্লক এলাকা বন্ধ ইন্টারনেট পরিষেবা।


ইন্টারনেট বন্ধ হাওড়ায়


পয়গম্বর বিতর্কে কার্যত রণক্ষেত্র হাওড়া (Howrah News)। তার জেরে হাওড়া গ্রামীণ এলাকা-সহ সর্বত্র ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspended) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার সকাল ৬টা পর্যন্ত আপাতত হাওড়ায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল (Howrah Rural)। তবে SMS, ফোনকল এবং খবরের কাগজের পরিষেবা ব্যাহত হবে না।


আরও পড়ুন- ভাঙচুর, অগ্নিসংযোগ, পয়গম্বর বিতর্কে উত্তপ্ত হাওড়া, ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত