আশাবুল হোসেন, কলকাতা: বিধানসভার বিএ কমিটি বা বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে রয়েছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। জেলবন্দি থাকা অবস্থায় এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার (West Bengal Legislative Assembly) অধিবেশন। তার আগে ১২ সেপ্টেম্বর বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি (Business Advisory Committee) বৈঠক হবে। সেই বৈঠকেই উপস্থিত থাকার জন্য পার্থকে (Partha Chatterjee) আমন্ত্রণ জানানো হয়েছে।
জেলবন্দি থাকা সত্ত্বেও আমন্ত্রণ?
এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক রয়েছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হয়নি। তাছাড়া বিধানসভার বিএ কমিটির সদস্যপদ থেকেও তাঁকে সরানো হয়নি। পাশাপাশি, পার্থকে গ্রেফতারির কথা, তাঁকে কোথায় রাখা হয়েছে সেই কথা অধ্যক্ষকে চিঠি দিয়ে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। বিজনেস অ্যাডভাইসরি কমিটির বাকি সদস্যদের মতোই পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আইন মেনেই কাজ হয়েছে বলে জানিয়েছে অধ্যক্ষ।
আসন পরিবর্তন:
পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী পদে ছিলেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। তারপরেই তাঁকে মন্ত্রিপদ থেকে সরানো হয়। এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে বসতেন পার্থ। সেই আসন বদল করা হচ্ছে। এখনও বিধায়ক থাকায় বিধানসভায় অন্যত্র আসন থাকছে পার্থর। এখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসবেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, পাশাপাশি আসনে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস বসবেন।
এসএসসি নিয়োগ-দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করে ইডি। সেই নগদের পরিমাণ ছিল প্রায় ৫০ কোটি। পাশাপাশি বিপুল পরিমাণ সোনা ও নথি উদ্ধার হয়েছিল। পাশাপাশি আরও নানা জায়গায় জমি-ফার্ম হাউসের খোঁজ মিলেছে। এছাড়া একাধিক সংস্থার খোঁজও মিলেছে। এরই মধ্য দলের পদ থেকে এবং মন্ত্রিত্ব থেকে সরানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই বেশ কয়েকবার জেল হেফাজত হয়েছে পার্থর। সম্প্রতি সশরীরে আদালতে হাজির করানোর বদলে ভার্চুয়াল শুনানি হয়েছে পার্থ-অর্পিতার। শেষবারেও জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে পার্থ-অর্পিতার।
আরও পড়ুন: 'পরিবারকে বলে গেলাম আমরা আছি', মুখ্যমন্ত্রীর নির্দেশে অতনুর বাড়িতে সুজিত বসু