রঞ্জিত হালদার ও সোমনাথ মিত্র, কলকাতা : বুধবারের পর বৃহস্পতিবারও আদালতে ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। লেদার কমপ্লেক্স থানার (Leather Complex Police Station) মামলায় আইএসএফ বিধায়কের (ISF MLA) জামিনের আবেদন খারিজ করে ফের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। এদিকে, ধর্মতলাকাণ্ডে আরও এক আইএসএফ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। 


ফের খারিজ আবেদন, পুলিশ হেফাজতেই নৌশাদ


ফের ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। ফের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত (Baruipur Court)। ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ককে ফের ৪ দিনের হেফাজতে পেল কলকাতা পুলিশের, লেদার কমপ্লেক্স থানা। ২১ জানুয়ারি, দলের প্রতিষ্ঠা দিবসে, ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ISF। সেই মামলায় নৌশাদ সিদ্দিকিকে এদিন ফের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। 


তদন্তে নেই অগ্রগতি, তাও কেন হেফাজতে ? প্রশ্ন


জামিনের আবেদন করে নৌশাদের আইনজীবী আদালতে সওয়াল করেন, ৬ দিনের পুলিশ হেফাজতে তদন্তে কোনওরকম অগ্রগতি হয়নি। তবুও কেন তাঁকে হেফাজতে রাখা হবে ? পাল্টা সরকারি আইনজীবী নৌশাদের জামিনের বিরোধিতা করে দাবি করেন, নৌশাদকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ পেতে চাইছে পুলিশ। দু'পক্ষের সওয়াল জবাবের পর নৌশাদের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। আরেক অভিযুক্ত আসমা খাতুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


গ্রেফতার আরও 


এদিকে ধর্মতলায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের ঘটনায় ভাঙড়ের মাজেরআইট এলাকা থেকে আরও এক ISF নেতাকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা (Lalbazar Anti Rowdy Wing)। ধৃত আসাদুল মোল্লা ISF-র দক্ষিণ ২৪ পরগনার জেলার সহ সভাপতি।


আরও পড়ুন- সম্পর্কের জটিলতা ? হরিদেবপুরে আবাসন থেকে উদ্ধার এক ব্যক্তি ও তরুণীর মৃতদেহ, চাঞ্চল্য


প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা: জানা গিয়েছিল, বিধানসভা ভোটের আগে চেন্নাইয়ের এক প্রবাসী বাঙালি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কথা হয়েছিল নৌশাদ সিদ্দিকির। এমনই চাঞ্চল্যকর দাবি করল কলকাতা পুলিশ। ওই ব্যবসায়ীর কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেন্নাইয়ে গেল গোয়েন্দারা। এদিকে, ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।