ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী, কলকাতা : হরিদেবপুরে (Haridevpore) আবাসন থেকে এক ব্যক্তি ও তরুণীর মৃতদেহ উদ্ধারের (dead body recovered) চাঞ্চল্য ছড়াল। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট । যেখানে ওই তরুণীকেই মৃত্যুর জন্য দায়ী করেছেন ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের (Police) অনুমান, সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা ঘটে থাকতে পারে। তরুণীকে খুন করে আত্মহত্য়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


আবাসনের ঘরে জোড়া মৃতদেহ


দরজা ভাঙতেই পুলিশকর্মীরা দেখেন বিছানার উপর পড়ে আছেন তরুণী। পাশেই সিলিং ফ্যান থেকে ঝুলছেন এক ব্যক্তি। হরিদেবপুরে আবাসন থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য ছড়াল। পুলিশের দাবি ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট (Suicide Note)। যাতে লেখা, আমার মৃত্যুর জন্য সাগুফতা পারভীন দায়ী।


পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৪৫-এর রবীন্দ্রকুমার চৌরাশিয়া পর্ণশ্রী থানা এলাকার আদর্শনগরের বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে। বছর দুয়েক আগে, হরিদেবপুরের চান্দের ভিলেজ এলাকায় একটি আবাসনের গ্রাউন্ড ফ্লোরে থাকতে শুরু করেন তিনি। স্থানীয়দের দাবি, সেখানে প্রায়ই আসতেন এন্টালির বাসিন্দা সাগুফতা পারভীন।


বৃহস্পতিবার সকাল থেকে ঘর থেকে কোনওরকম সাড়া শব্দ মিলছিল না। পরের দিকে বেশ কিছুটা ডাকাডাকির পরও যখন কোনও উত্তর মিলছে না তখন খোঁজ দেওয়া হয় পুলিশে। শেষমেশ পুলিশ এসে দরজা খুলে দুটি মৃতদেহ উদ্ধার করে। 


পুলিশ কী জানাচ্ছে


পুলিশের দাবি, তরুণীর গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা ঘটে থাকতে পারে। তরুণীকে খুন করে ওই ব্যক্তির আত্মহত্য়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সবমিলিয়ে ঠিক কী কারণে দুই তরতাজা প্রাণ ঝরে গেল তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। কিন্তু এভাবে জোড়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঠিক কোন কারণে এই দুই রহস্যমৃত্যু, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন- এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কয়লার টাকা পাচারের চেষ্টা করছিলেন, বালিগঞ্জে অর্থ উদ্ধার নিয়ে বিস্ফোরক দাবি ইডি-র


এদিকে, শিয়ালদার কাছে আর আহমেদ ডেন্টাল কলেজের সামনে যুবকের রহস্যমৃত্যুর কিনারা করেছে পুলিশ। ৩ জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ (Police)। প্রাথমিক তদন্তে অনুমান, কথা কাটাকাটির জেরে পিটিয়ে খুন করা হয় বছর ছাব্বিশের যুবককে। পুরনো আক্রোশ কাজ করেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।