সত্যজিৎ বৈদ্য, নিউটাউন : সন্দেশখালিকাণ্ডে এবার গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা । ভোরবেলায় নিউটাউনের একটি আবাসন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গতকাল থেকেই আবাসনের চারদিক ঘিরে রেখেছিল সন্দেশখালি থানার পুলিশ । পুলিশের দাবি, সন্দেশখালিতে অশান্তির সঙ্গে জড়িত আইএসএফ নেত্রী।


সন্দেশখালিকাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার নিউটাউনে আইএসএফের এক নেতা ও সমর্থকের ফ্ল্যাটে গেল পুলিশ ! আইএসএফ নেতা সাওন দাস ও আইএসএফ সমর্থক নাতাশা খানের দাবি, দু-দফায় কয়েকজন পুলিশ কর্মী ফ্ল্যাটে এসে বলেন, সন্দেশখালিতে অশান্তির ঘটনায় যোগ থাকার কারণে তাঁদের গ্রেফতার করতে এসেছে। আইএসএফ নেতা সাওন দাস ও আইএসএফ সমর্থক নাতাশা খানের অবশ্য দাবি, গত ২ মাস তাঁরা সন্দেশখালিতেই যাননি। এমনকী পরোয়ানা দেখতে চাইলে, পুলিশ তাও দেখাতে পারেনি বলে অভিযোগ। কিন্তু এরপর দরজা থেকে ফিরে গেলেও, পুলিশ ফ্ল্যাটের নীচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বলেও অভিযোগ ওই আইএসএফ নেতা ও সমর্থকের। এব্যাপারে নিউটাউনে ওই ফ্ল্যাটের নীচে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের কাছে জানতে চাওয়া হলেও, তাঁরা কিছু বলতে চাননি। 


জুবি সাহার গ্রেফতারি প্রসঙ্গে আইএসএফের তরফে বলা হচ্ছে, "শেষ ধারা থেকে বোঝা যাচ্ছে, এটা নিশ্চয়ই শিবু হাজরার ফার্ম জ্বালানোর কেস। কারণ, সন্দেশখালিতে আর কোনও ফার্ম জ্বলেছে বলে জানা নেই। ফলে, এই মুহূর্তে দাঁড়িয়ে শিবু হাজরার যে ফার্ম জ্বালানোর কেসে নিরাপদ সর্দার গ্রেফতার হয়েছিলেন, হাইকোর্ট থেকে সদ্য তিনি জামিন পেয়েছেন। মীনাখাঁর নেতৃত্ব আয়েষা বিবি জামিন পেয়েছেন। তাঁরা একই কেসে জামিন পাওয়া সত্ত্বেও, জুবি সাহাকে সন্দেশখালিতে শিবু হাজরার ফার্ম জ্বালানোর কেসে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালির যে ২ নম্বর ব্লকে শিবু হাজরার ফার্ম সেখানে জুবি সাহা কোনও দিন পা দেননি। পুলিশ প্রমাণ করে দেখাক। পুলিশের আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার ছিল না। কাল সারাদিন ধরে পুলিশের যে অত্যাচার, আক্রমণ আমরা দেখেছি, সারারাত আমার বাড়ির সামনে পুলিশ পোস্টিং ছিল। সেইটা যেভাবে দেখানো হয়েছে, তাই পুলিশকে আজ গ্রেফতার করতেই হতো। প্রতিহিংসার জায়গা থেকে পুলিশ এই গ্রেফতার করেছে।" 


আরও পড়ুন ; 'ভুলের শিকার, বেশ কায়দা করে ওঁকে ফাঁসানো হয়েছে', শাহজাহানের পাশে মন্ত্রী ! 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে