কলকাতা : গ্রেফতারের পর বহিষ্কার, তাও শেখ শাহজাহানের পাশে মন্ত্রী ! শেখ শাহজাহানের গ্রেফতারির পরে বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ! সন্দেশখালিকাণ্ডে মূল অভিযুক্ত প্রসঙ্গে তিনি বললেন, 'ভুলের শিকার তো বটেই ! কারণ, বেশ কায়দা করে ওঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।' এনিয়ে অবশ্য তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।
গ্রামবাসীর লাগাতার আন্দোলন, হাইকোর্টের চাপ, সংবাদমাধ্য়মে টানা উঠে আসা নিত্য় নতুন ভয়ঙ্কর অভিযোগ। অবশেষে চাপের মুখে ৫৫ দিন ধরে 'অন্তরালে' থাকা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বুধবারই, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, CBI এবং ED যদি চায় তারাও গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে। আর প্রধান বিচারপতির এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হঠাৎই পুলিশের জালে শাহজাহান ! আর এখানেই বিরোধী শিবিরের প্রশ্ন, শেখ শাহজাহানের গ্রেফতারির পিছনেও কি কাজ করল ED-CBI 'ভয়'?
যদিও শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলছেন, 'চক্রান্তের শিকার কি না জনি না। তবে, ভুলের শিকার তো বটেই ! কারণ, বেশ কায়দা করে ওঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ED-র গায়ে হাত পড়েছে। সেটার পর থেকেই এই ঘটনাগুলো ঘটে গেল। আগে কখনো শেখ শাহজাহান সম্পর্কে এই অভিযোগগুলো আমরা শুনিনি। পিঠে খাওয়ার শখ যে শুধু রাত ১২টার সময় হয়, এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল, এইসব দুষ্টুমি প্রথম রাতে বা ভোররাতে হয়। '
পাল্টা সুর চড়িয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'এদের লজ্জা নেই। সন্দেশখালির মহিলারা যেভাবে আওয়াজ তুলেছেন। শেখ শাহজাহান যেভাবে মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে অত্যাচার করতেন, নিজেদের মনোরঞ্জনের পর মহিলাদের ফিরিয়ে দিতেন, এরপরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী এ ধরনের কথা বলছেন ! মহিলাদের নিয়ে এসব শব্দ বেরোচ্ছে ? ওদের শুধু মহিলাদের হাতে তুলে দেওয়া হোক। গাছে বেঁধে মারা উচিত। যাঁদের মুখে এরকম ভাষা তাঁরা কী করে মন্ত্রী হলেন মাঝেমধ্যে জানতে ইচ্ছা করে। মহিলাদের ওঁরা প্রোডাক্ট পেয়ে গেছেন।'
আরও পড়ুন ; গতকাল থেকে আবাসন ঘিরে রেখেছিল পুলিশ, সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে