অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : প্রথম থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিষয়ে ভারতের কী অবস্থান হবে, সেই সিদ্ধান্ত মোদি সরকারের উপরই ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ আন্তর্জাতিক ইস্যু, তাই রাজ্য সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তাই কেন্দ্রের কোর্টেই বারবার বল ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার বিধানসভায় মোদি সরকারের উদ্দেশে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী । বললেন, ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুক, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এটা আমার পরামর্শ, অনুরোধ থাকল। আর এই প্রস্তাবকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাল কলকাতা ইসকন।
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানালেন, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও ইসকনের সাধুদের উপর নিপীড়ন শুরু হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। সে-দেশে ইসকনের পরিস্থিতির কথা জানতে চেয়েছেন তিনি। এছাড়াও রাধারমণ দাস জানান, ২০২১ সালেও যখন বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর হামলা চলছিল তখন রাষ্ট্রপুঞ্জকে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে অনুরোধ করেছিলেন তিনি। তাঁর আফশোস , 'যদি তখন শান্তিরক্ষা বাহিনী আসত, তাহলে আজ এই পরিস্থিতি হত না'। রাধারমণ দাস জানালেন, 'মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন, উনিও শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ'
বাংলাদেশে বর্বর অত্যাচারের শিকার হিন্দুরা। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মুখ্য়মন্ত্রী বলেন, 'আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। আমরা যদি আধখানা রুটি খাই, তাদেরও আধখানা রুটি দিতে পারি। ' এই বার্তা শুনেও খুশি ইসকন। রাধারমণ দাস বলেন, বাংলাদেশের হিন্দুরা যদিও ওই দেশকেই নিজের ভূমি বলে মনে করেন, সেখানে জন্মেছেন, সেখানেই থাকতে চান আমৃত্যু...তবুও মুখ্যমন্ত্রীর এই বার্তা সত্যিই প্রশংসনীয়।
৯ দিন ধরে বাংলাদেশে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। মঙ্গলবার চট্টগ্রামের আদালতে জামিন-মামলার শুনানি ছিল। কিন্তু তার আগ, সোমবার তাঁর আইনজীবী রমেন রায়ের ওপর ভয়াবহ হামলা হয়। ভাঙচুর করা হয় তাঁর বাড়ি। গুরুতর আহত ICU’তে ভর্তি রয়েছেন তিনি। এনকী, চিন্ময়কৃষ্ণ দাসের প্রাক্তন আইনজীবীর রিগন আচার্যর চেম্বারেও হামলা হয় বলে অভিযোগ। তারপর আর চিন্ময়কৃষ্ণর জামিনের আবেদন করতে কেউ আদালত অবধি আসতেই পারেননি বলে মনে করা হচ্ছে।