J P Nadda: 'বিহারের লালু-তেজস্বী, বাংলায় পিসি-ভাইপো', বিহার ও বাংলায় 'পরিবার-পার্টি' নিয়ে কটাক্ষ নাড্ডার

CM Mamata Banerjee:আমাদের দুর্ভাগ্য যে বাংলা দুনিয়াকে দিশা দেখিয়েছে, সেই বাংলাকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। মমতা দিদি বাংলাকে অন্ধকারে ঠেলে দিয়েছেন, সব জায়গায় পরিবারবাদ', কড়া আক্রমণে বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Continues below advertisement

দীপক ঘোষ, কলকাতা: বাংলায় নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উন্নয়নে বাধা মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), আক্রমণে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ( J P Nadda)। 'আমাদের দুর্ভাগ্য যে বাংলা দুনিয়াকে দিশা দেখিয়েছে, সেই বাংলাকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। মমতা দিদি বাংলাকে অন্ধকারে ঠেলে দিয়েছেন, সব জায়গায় পরিবারবাদ', কড়া আক্রমণে বিজেপির সর্বভারতীয় সভাপতি। সঙ্গে বলেন, 'বিহারের লালু-তেজস্বী, বাংলায় পিসি-ভাইপো। অন্ধ্র, তেলঙ্গানা, তামিলনাড়ু সব জায়গায়,সব দলে পরিবারের পার্টিকংগ্রেস ইন্দিরা গাঁধীর আমল থেকে বলে আসছে গরিবি হঠাও। ওঁদের গরিবি চলে গিয়েছে, কিন্তু দেশের গরিবি যায়নি।'

Continues below advertisement

আর কী?
সংসদের বাদল অধিবেশনে যখন বিজেপি বিরোধী INDIA জোট মণিপুর ইস্যুতে ক্রমাগত কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই পদ্মশিবিরের সর্বভারতীয় সভাপতির মুখে দুর্নীতি প্রশ্নে চাঁচাছোলা আক্রমণ শোনা গেল তৃণমূলনেত্রীর বিরুদ্ধে। বললেন, 'দুর্নীতি নিয়ে কাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ চেয়েছিলেন। সারদা, কয়লা, শিক্ষক দুর্নীতি হয়নি? আর কত প্রমাণ দেব দিদি? 'পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে এখন কোথায় আছে?' আমফান থেকে আবাস প্রকল্প, নানা দিকে দুর্নীতির আক্রমণ শানান তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগ, এ রাজ্যে বিরোধী স্বর ও গণতন্ত্রের মূলমূন্ত্রের হত্যা করা হচ্ছে। নাড্ডার প্রশ্ন, 'দিদি গণতন্ত্রের কথা বলেন? ক্যাপ্টেন হয়েছেন। ভোট পরবর্তী হিংসা দেখেননি? দিদি আপনি বাংলায় মন দিন'। সঙ্গে হুঙ্কার, 'সত্যের জয় হবেই, গণতান্ত্রিক লড়াই লড়ব আমরা'। 

'পরিবারতন্ত্র'...
চব্বিশের সাধারণ নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি-বিরোধিতায় আগেই ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, ডিএমকে, আরজেডি-সহ একাধিক বিরোধী দল। বেঙ্গালুরুর বৈঠকে নামকরণ সেই জোটের নামকরণ হয়েছে INDIA। সংসদে চলতি বাদল অধিবেশনে একাধিক ইস্যুতে শাসকদলের বিরোধিতায় এককাট্টা হয়ে সরব হতে দেখা গিয়েছে INDIA-এর সাংসদদের।সাধারণ নির্বাচন পর্যন্ত জোটের গতিপ্রকৃতি এরকম চলতে থাকলে কেন্দ্রের শাসকদলের পক্ষে কি অস্বস্তির কারণ হতে পারে? রাজনৈতিক মহলের একাধিক অংশের মতে, জোটশরিকদের নিয়ে গত জুলাই মাসে রাজধানীতে যে বিশাল বৈঠক করেছিল বিজেপি, এই প্রশ্নের উত্তর অনেকটাই তার মধ্যে  নিহিত। পাশাপাশি এদিন যে ভাবে বিজেপি সর্বভারতীয় সভাপতি 'পরিবারতন্ত্র'-এর কথা বলে বিরোধী শিবিরকে আক্রমণ হানেন, তাতেও নানা ধরনের জল্পনা দানা বেঁধেছে। এদিন নাড্ডা বলেন, 'জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার থেকে বাংলা, সব জায়গায় পরিবারতন্ত্র। অন্ধ্র, তেলঙ্গানা, তামিলনাড়ু সব জায়গায়,সব দলে পরিবারের পার্টিকংগ্রেস ইন্দিরা গাঁধীর আমল থেকে বলে আসছে গরিবি হঠাও। ওঁদের গরিবি চলে গিয়েছে, কিন্তু দেশের গরিবি যায়নি।' সঙ্গে কটাক্ষ, 'মমতা দিদি বলেন, কিছু হবে না। দিদি, তুমি আরাম করো। হবে হবে হবে।' আজ তাঁর বঙ্গ সফরের শেষ দিনে নিউ টাউনের হোটেলে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ অনেকে। তার আগে, সকালে দক্ষিণেশ্বরে পুজো দেন নাড্ডা।

আরও পড়ুন:টিভিতে ডার্বি দেখেছি, এবার ভরা গ্যালারির সামনে ডার্বিতে গোল করলাম: নন্দকুমার

Continues below advertisement
Sponsored Links by Taboola