ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল খাস কলকাতা (Kolkata)। রাতের শহরে বেপরোয়া গতির বলি ১, আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার রাতে যাদবপুর (Jadavpur) এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় (Car Accident) ১ জনের মৃত্যু হয়েছে। এলাকার দোকানদারসহ আরও ৬ জন আহত হয়েছেন বলে খবর। গাড়ির ৩ আরোহীকে আটক করা হয়েছে। মহিলাসহ ওই ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এদিন গোলপার্কেও (Golpark) একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। এদিন রাতে একটি গাড়ি স্টপগেটে ধাক্কা মারে।


এ দিন রাত সাড়ে নটা থেকে ১০টা মধ্যে কৃষ্ণা গ্লাসের কাছে যাদবপুরে (Jadavpur) দিক থেকে আসা গাড়িটি এসে পরপর দুটি দোকানে ধাক্কা মারে। তছনছ হয়ে যায় দোকান। এক ব্যক্তি দোকানে চা খেতে এসেছিলেন। তাঁকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। 


আরও পড়ুন: Firhad Hakim on Talk to Mayor : অভিযোগ আসার পরও কাজ না হলে আমাকে চেয়ার ছাড়তে হবে', পদ ছাড়ার কথা বলে ক্ষোভপ্রকাশ মেয়র ফিরহাদ হাকিমের


বাকি আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে বাঘাযতীন হাসপাতালে (Baghajatin)। আহতদের একজনের কোমড় ভেঙে গিয়েছে। আরও ১ জনের অবস্থা আশঙ্কাজন। পুলিশ সূত্রে খবর, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে যাদবপুরের (Jadavpur) বাসিন্দা সমীর থমাস কর্মকারের। তাঁর সম্পূর্ণ পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ির চালকসহ বাকি তিন  জনই মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয়রা ঘাতক গাড়িটিকে পার্টি অফিসে রেখে তিনজনকে পুলিশের হাতে তুলে দেয়। 


স্থানীয়রা আরও জানাচ্ছেন, প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। রাত বাড়লেই গাড়ির তাণ্ডব বাড়ে। দৌরাত্ম বাড়ে মদ্যপ চালকদের। শুধু তাই নয় রীতিমতো চলতে থাকে রেশারেশি। গাড়ির গতিতে রাশ টানার কোনও উদ্যোগই নেওয়া হয়নি এতদিন। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।