গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ডায়মন্ড হারবারে হুগলি নদীতে (Hooghly River) তলিয়ে গেলেন যুবক। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারের মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রে কাজ করতেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কাঁকিনাড়ার বাসিন্দা ২৪ বছরের কিষাণ সাহু। 


বিসর্জন দিতে গিয়ে বিপত্তি: পুলিশ সূত্রে খবর, কারখানার বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিলেন তাঁরা। ভাটার টানে নদীতে তলিয়ে যান কিষাণ। নগেন্দ্র বাজারের মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রের সুপারভাইজার ছিলেন তিনি। নদীতে ভাটা থাকায় বেশ কিছুটা নেমে গিয়ে বিসর্জন দিতে হয়েছিল। নদীর জলে বিসর্জনের পর সকলে উঠে এলেও পাড়ে ওই যুবকের জুতো পড়ে থাকায় সন্দেহ হয়। খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। গতকাল সহকর্মীদের সঙ্গে কারখানার প্রতিমা বিসর্জন দিতে এসে তলিয়ে যান ওই যুবক। রাতেই হুগলি নদীতে তল্লাশিতে নামেন সিভিল ডিফেন্সের কর্মীরা। লঞ্চে চড়েও খোঁজ চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। মত্ত অবস্থায় থাকায় পা পিছলে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কারখানা ও পুলিশের তরফে নিখোঁজ যুবকের বাড়িতেও খবর পাঠানো হয়েছে।


নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যু:  এদিকে নাগেরবাজারের (Nagerbazar Death News) নয়াপট্টি এলাকায় নিজের বাগানবাড়িতে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। রহস্যমৃত্যুর ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজ করছে পুলিশ। বাইরে থেকে তালাবন্ধ ছিল বাগানবাড়ি। গতকাল রাতে সেখান থেকে তালা ভেঙে ৭২ বছরের কল্যাণ ভট্টাচার্যর পচাগলা  মৃতদেহ উদ্ধার হয়। খোঁজ মিলছে না বৃদ্ধের গাড়ি এবং পোষ্যটির। ঘটনায় খুনের মামলা রুজু করেছে নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar Police Station)।


স্থানীয়দের দাবি, রবিবার সন্ধেয় এক অজ্ঞাতপরিচয় যুবককে কল্যাণবাবুর বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। সামনের গেটে তালা ঝোলায়, নিজেকে গাড়ি চালক পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার বিকল্প রাস্তা জানতে চান ওই যুবক। বাড়ির পিছনের গেট দেখিয়ে দেন স্থানীয়রা। তারপর থেকে যুবককে আর দেখা যায়নি। রাতে বাড়ির সামনের গেট দিয়ে কল্যাণবাবুর গাড়িটিকে বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এর মধ্যে ফোনে যোগাযোগ করতে না পেরে, গতকাল বৃদ্ধের আত্মীয়রা নাগেরবাজারে এসে দেখেন বাড়ি বাইরে থেকে তালা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। 


আরও পড়ুন: Municipality Recruitment Scam: কোন পদে, কীভাবে নিয়োগ? একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব সিবিআইয়ের