পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্য়াম্পাসের অধিকাংশ জায়গাতেই নেই সিসিটিভি ক্য়ামেরা। যে সব জায়গায় ছিল, তাও আবার খুলে নেওয়া হয়েছে। হাতেগোনা যে কটা আছে, তা না কি আবার বিকল। প্রশ্ন উঠছে, কেন প্রতিষ্ঠানকে একশো শতাংশ সিসিটিভি ক্য়ামেরার (CCTV Camera) নজরদারির আওতায় আনতে পারল না বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ ? 


যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়ুয়ার অকাল মৃত্য়ুর ঘটনায় অনেকেরই প্রশ্ন, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ কি এই নক্কারজনক ঘটনায় তাদের পাপ স্বীকার করবে? এই দায় কি শুধু তাদের, যারা একটা স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল, না কি তাদেরও, যাদের ওপর দায়িত্ব ছিল স্বপ্নকে লালনপালন করে প্রস্ফুটিত করে তোলার ? সেদিন কী হয়েছিল হস্টেলে ? কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা ? মাঝে কয়েকদিন পার হয়ে গেলেও, এর কোনও উত্তর এখনও নেই। আর, এখানেই প্রশ্ন উঠছে, দেশের অন্যতম পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ জায়গায় CC ক্যামেরা না থাকা নিয়ে। সিসিটিভি ক্যামেরা না থাকায় পুলিশের তদন্তের গতিতেও যে ধাক্কা খেয়েছে, তেমনটা ইতিমধ্যেই জানিয়েছে কলকাতা পুলিশ। জয়েন্ট সিপি (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তী বলেছেন, 'যাদবপুরে সিসি ফুটেজ পাইনি। ক্যাম্পাসে সিসি ক্যামেরা থাকলেও কাজ করে না।'


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেছেন, 'নজরদারি কড়াকড়ি ছিল। সেই নজরদারিগুলো পরে উঠে যায়। যদি সিসিসিভি থাকে এবং অন্যান্য নজরদারির ব্যবস্থা থাকে খুব সহজেই বোঝা যাবে বহিরাগতরা এটা ঘটিয়েছে কিনা।' মাঝে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ডিন অফ স্টুডেন্টস রজত রায় জানিয়েছেন, 'সিসিটিভি ক্য়ামেরা আমার আগেই খুলে ফেলা হয়েছিল, অভিজিৎ চক্রবর্তীর সময়। কেন ফেলা হয়েছিল জানি না।'


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কখনও CC ক্যামেরা বসানো হয়েছে, কখনও আবার তা খুলে ফেলা হয়েছে। এখন যে কটা CC ক্যামেরা রয়েছে, সেগুলোও না কি সঠিকভাবে কাজ করে না। আর এখানেই প্রশ্ন উঠছে, দেশের অন্যতম সেরা শিক্ষা-প্রতিষ্ঠানে দিনের পর দিন ধরে এই ঘটনা চলতে পারে কী করে ? বিভিন্ন সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে CC ক্যামেরা বসানোর চেষ্টা হয়েছে। কিন্তু, প্রতিবারই তা ঠান্ডা ঘরে চলে গেছে। কিন্তু কেন ? কাদের স্বার্থে পড়ুয়াদের নিরাপত্তার সঙ্গে এত বড় আপস করা হল ? চাপ দিয়েই কি CC ক্যামেরা খোলানো হয়েছিল ? কোনও কায়েমি স্বার্থ কি এর পেছনে কাজ করছে ?


বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে CC ক্যামেরা থাকা বাধ্যতামূলক। হস্টেলেও থাকতে হবে CC ক্যামেরা। এদিকে, CCTV ক্যামেরা বসানোর দাবিতে ইতিমধ্যে সহ-উপাচার্যের সঙ্গে দেখা করেন যাদপুরের প্রাক্তনীরা।


আরও পড়ুন- ওষুধ আছে, কিন্তু নেই র‍্যাগিং-রোগ রুখতে প্রয়োগ ! দেড় দশক আগেই রাঘবন কমিটির সুপারিশে ঠিক কী কী ছিল ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন









https://t.me/abpanandaofficial