সন্দীপ সরকার, কলকাতা: অযোধ্যার রাম মন্দিরের লাইভ স্ট্রিমিং, গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। কয়েকজন ABVP সমর্থককে গেটেই আটকে দেওয়া হয়। যা নিয়ে তুমুল বচসা বিশ্ববিদ্যালয়ে চত্বরে।
বচসা বিশ্ববিদ্যালয়ে চত্বরে: আজ অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সেই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংয়ের জন্য এদিন প্রোজেক্টর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যান এবিভিপি সমর্থক কয়েকজন ছাত্র। বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরনের কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দেন সহ উপাচার্য অমিতাভ বসু ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। প্রথমে গেটেই তাঁদের আটকে দেওয়া হয়। বাধা ঠেলে ভিতরে ঢুকে স্লোগান দিতে থাকেন তাঁরা। পাল্টা স্লোগান দেয় SFI-ও। তাতেই উত্তেজনা ছড়ায়। যদিও, লিখিত আবেদন জানানো হয়েছিল বলে দাবি দাবি করেছেন ABVP সদস্যরা। লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন ও মিষ্টি বিলির কর্মসূচি ছিল। সবাইকে আজ ID কার্ড দেখিয়ে ঢোকার নির্দেশ দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে কলকাতার রাম মন্দিরও সেজে উঠেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই রাম মন্দির তৈরি হয় ১৯৪১ সালে। মন্দিরে ভক্তের ঢল নেমেছে। মন্দির সাজানো হয়েছে ফুল-মালায়। জয় শ্রীরাম লেখা পতাকায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে এদিন কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিলের আয়োজন করা হয়। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির। মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে এই শোভাযাত্রা।পাশাপাশি এদিন দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলস যাত্রার আয়োজন করা হয়। গেরুয়া পতাকায় রামের ছবি, রাম-লক্ষ্মণ-সীতা সাজিয়ে, গদা নিয়ে, ব্যান্ড বাজিয়ে মিছিল। আয়োজক দমদম পার্কের রাম জন্মোৎসব কমিটি। কলস যাত্রায় অংশ নেন কামদুনি আন্দোলনের মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল।
রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ram Mandir Inauguration: লোকাল ট্রেনের কামরায় রাম মন্দিরের ছবি, লাড্ডু ও গুজিয়া বিলি নিত্যযাত্রীদের