কলকাতা : শহর কলকাতার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে ফের উঠল র্যাগিং-এর অভিযোগ । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University ) আন্তর্জাতিক সম্পর্ক ( International Relation ) বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র এই অভিযোগ এনেছেন। তিনি বিশেষভাবে সক্ষম।
' চড় থাপ্পড় '
ওই ছাত্রের অভিযোগ, সোমবার তাঁকে র্যাগিং করা হয় নিউ ব্লক হস্টেলে। তিনি অভিযোগ জানিয়েছেন, ইউজিসি ( UGC ) , ভিসি ( Vice Chancellor ) এবং ডিন অফ স্টুডেন্টস ( Dean of Students - Jadavpur University )-এর কাছে। অভিযোগকারীর দাবি, রাইটারের খোঁজে গতকাল নিউ ব্লক হস্টেলে গেলে তাঁকে গালিগালাজ ও মারধর করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর সদ্য প্রাক্তন এক ছাত্র। অভিযোগ, তাঁকে চড় থাপ্পড় মারা হয়। তারপর সিনিয়র ওই ছাত্র তাঁকে কলার ধরে হস্টেল থেকে বাইরে বার করে দেন।
বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ
তাঁর অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা নিয়ে অভিযুক্ত ছাত্রর কোনও প্রতিক্রিয়া মেলেনি। উপাচার্য সুরঞ্জন দাস (Professor Suranjan Das )জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পরিপন্থী। এবিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিন অফ স্টুডেন্টস রজত রায় ( Dr. Rajat Ray, Dean of Students & Convener ) জানিয়েছেন, আগামীকাল অ্যান্টি র্যাগিং কমিটির (Anti-Ragging Committee) র বৈঠক ডাকা হয়েছে।
এর আগে ২০২১ সালে করোনা কাঁটা সরিয়ে ক্যাম্পাস খোলার ৩ দিনের মাথাতেই সরগরম হয় যাদবপুর। অতীতে র্যাগিং-এর শিকার হয়েছেন বলে দাবি করা এক পড়ুয়াকে হেনস্থার অভিযোগকে ঘিরে উত্তাপ ছড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মূল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান কলা বিভাগের ছাত্র ছাত্রীরা। তাঁদের অভিযোগ ছিল, হস্টেল নিয়ে বৈঠকের সময় হেনস্থার শিকার হয়েছেন এক পড়ুয়া। তাৎপর্যপূর্ণভাবে, অভিযোগের আঙুল ওঠে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র নেতাদের বিরুদ্ধে। কাঠগড়ায় ছিলেন ছাত্র সংসদের নেতারা। ছাত্র বিক্ষোভের জেরে তদন্ত কমিটি গড়ে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সকালের শিরোনাম
১। একুশে কোটি, উনিশেও কেষ্ট অ্যাকাউন্টে ঢুকেছিল ১০ লক্ষ। অনুব্রত-কন্যারও ২ বার ৫১ লক্ষ লটারি প্রাপ্তি। দাবি সিবিআইয়ের। গরুপাচারের টাকাই কি সাদা করার ছক? প্রশ্ন বিরোধীদের।
২। নন্দকুমারে ধরাশায়ী তৃণমূল, জোটের বার্তা সৌমিত্রের। তিনি বলেন, সবাইকে নিয়েই তৃণমূলকে হারাতে চাই। নিচু স্তরে কারও সমর্থন নিয়ে হারানোর প্রক্রিয়ায় সঙ্গে আছি।
৩। তৃণমূলকে হারাতে নাম না করে সৌমিত্রের জোট বার্তা। প্রশ্নই নেই, খারিজ বাম-কংগ্রেসের। শূন্যের সঙ্গে যোগ করলে শূন্যই হয়, কটাক্ষ শান্তনুর।
৪। পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ায় বিরোধীদের পিষে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের। বলেন, যেমন ধান মাড়াই করে মায়েরা, সেভাবেই বিরোধীদের ধানমাড়াই করে দেবে।
৫I ৩দিনের সফরে নদিয়ায় মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরে দেখা করলেন মুকুল। আজ জনসভার পরে যাবেন রাস উৎসবে। কাল রানাঘাটে প্রশাসনিক বৈঠক ।