উজ্জ্বল মুখোপাধ্যায়, সত্যজিত্ বৈদ্য ও রুমা পাল, কলকাতা: বিশ্ব বাংলার লোগোতে (Biswa Bangla Logo) ‘ব’-এর অর্থ কী? কেন সেই লোগো থাকবে স্কুলের ইউনিফর্মে (School Uniform)? এই প্রশ্ন তুলে ফের তৃণমূলকে নিশানা করল সিপিএম-এর (CPM) ছাত্র সংগঠন এসএফআই (SFI)। স্কুলের ইউনিফর্ম বা লোগো বদল করা বেআইনি। সুর চড়িয়েছে বিজেপি-ও (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।
স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলা লোগো নিয়ে ফের বিতর্ক
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক হবে নীল-সাদা, ইউনিফর্মে থাকবে বিশ্ব বাংলার লোগো। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক যেন থামছেই না।
চলতি বছরে ১৬ মার্চ প্রতিটি জেলার জেলাশাসককে একটি চিঠি দেয় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। সরকারের নির্দেশ মতো ‘ক্ষুদ্র, মাঝারি কুটির শিল্প এবং বস্ত্র দফতর’ স্কুল পড়ুয়াদের জন্য নির্দিষ্ট পোশাক তৈরি করে সরবরাহ করবে।
একই ইস্যুতে স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিবকে চিঠি দেন ক্ষুদ্র, মাঝারি কুটির শিল্প এবং বস্ত্র দফতরের প্রধান সচিবও। সেই চিঠিতে উল্লেখ করা হয়,
প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের দেওয়া হবে সাদা জামা ও নীল রঙের প্যান্ট।
প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রীদের দেওয়া হবে সাদা জামা ও নীল ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের জন্য বরাদ্দ সাদা জামা ও নীল স্কার্ট। আর ষষ্ঠ থেকে অষ্টম ছাত্রীদের দেওয়া হবে নীল-সাদা সালোয়ার কামিজ ও দোপাট্টা।
স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "পোশাকে লোগো মানব না। এক এক স্কুলের এক এক রকম। ব মানে ব্যানার্জী, বাংলার সম্পর্ক নেই। আমরা চালু করতে দেব না। "
স্কুল ইউনিফর্মে লোগো বসানোর বিরোধিতায় সরব বিরোধীরা
বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, "এটা বেআইনি। সব স্কুলের নিজস্ব লোগো, পোশাক আছে। এটা করতে পারে না।" আবার তৃণমূল বিধায়ক তাপস রায়ের বক্তব্য, "ব-এ বাংলাও হয়। ব-এ বেয়ারাও হয়।" স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগোর বিরোধিতা করে এর আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ।