পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের ভূমিকা আতসকাচের নিচে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা ঘিরে দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠেছে। আর এর মাঝেই র্যাগিং নিয়ে মুখ খুললেন যাদবপুরের আরও এক প্রাক্তন পড়ুয়া। আর ফের একবার কাঠগড়ায় ডিন অফ স্টুডেন্টস রজত রায় !
যাদবপুরের প্রাক্তনী সোমনাথ দের অভিযোগ, সিনিয়র ও প্রাক্তনীরা র্যাগিংয়ের নামে বিবস্ত্র করে নাচতে বাধ্য করেছিলেন তাঁকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সেই প্রাক্তনী জানান গোটা ঘটনা 'ডিন অফ স্টুডেন্টস (Dean of Students) রজত রায়কে জানিয়ে জুটেছিল অপমান'। পাশাপাশি র্যাগিংয়ের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হন বলে দাবি তৎকালীন প্রিন্টিং টেকনোলজির পড়ুয়ার।
গোটা বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। সঙ্গে অভিযোগ শানান, র্যাগিংয়ের অভিযোগ করার পর ডিন অফ স্টুডেন্টসের তৈরি করা কমিটিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকেই ! করা হয়েছিল অপমান। গোটা ঘটনার জেরে বাধ্য হয়ে থার্ড ইয়ারেই পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি, বলেও অভিযোগ যাদবপুরের প্রাক্তনীর (Ex Student of Jadavpur)।
এদিকে, যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফের ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব করা হয়েছে। রাতভর ক্যাম্পাসে থাকার পর অবশেষে সকালের দিকে ঘেরাও মুক্ত যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস। যদিও কীভাবে র্যাগিংয়ে ছাত্রের মৃত্যু, এখনও বহু প্রশ্নের উত্তর অধরা, এমনটাই জানা যাচ্ছে পুলিশ (Police) সূত্র।
গত ৯ তারিখ রাত ১০.০৫-এ ডিন অফ স্টুডেন্টসকে হস্টেল থেকে ছাত্রের ফোন যায়। ছাত্রের ফোন পেয়ে কী পদক্ষেপ ডিন অফ স্টুডেন্টসের ? জানতে চায় পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছে বেশ কিছু নথিও চেয়েছে পুলিশ। হস্টেলে রুম বন্টনের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না, হস্টেলে কীভাবে থাকার ছাড়পত্র পেত প্রাক্তনীরা ? এই ধরনের বিষয় সংক্রান্ত তথ্য চাওয়া হবে বলে সূত্রের খবর। যাদবপুরের পড়ুয়া মৃত্যু তদন্তে আজ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির (Investigating Committee) বৈঠক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন