পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের বহিরাগত-তাণ্ডব! হস্টেলের কমনরুমে মদ-গাঁজার আসর, দেদার পার্টি। প্রতিবাদ করলেই মাঝরাতে দরজায় লাথি। হস্টেলে ছাত্র-মৃত্যুর পরে সুরক্ষার আশ্বাসের পরেও তাণ্ডব। বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করায় হুমকিরও অভিযোগ। সুপার থেকে উপাচার্যের দ্বারস্থ হস্টেলের বি ব্লকের বাসিন্দারা। 'আগে অভিযুক্তদের বেরও করে দেওয়া হয়েছিল',অভিযোগের সত্যতা স্বীকার করে জানালেন ডিন অফ স্টুডেন্টস। 


যাদবপুর বিশ্বিবিদ্য়ালয়ের মেন হস্টেলে ফের বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। হস্টেলের কমনরুমে মদ-গাঁজার আসর বসিয়ে, পার্টির অভিযোগ তুলল হস্টেলের আবাসিকদের একাংশ। অভিযোগ কার্যত স্বীকার করে, পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্য়ালয়ের ডিন অফ স্টুডেন্ট। আবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়,আবার সেই মেন হস্টেল। ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে উঠল বহিরাগতের তাণ্ডবের অভিযোগ। গত বছর অগাস্টে, এই হস্টেলেই র‍্যাগিংয়ের জেরে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্য়ে। সেই ঘটনার এক বছর হওয়ার আগে, চলতি বছর জুলাই মাসে ফের হস্টেলে অভিযোগ ওঠে ছাত্র নির্যাতনের। এই ঘটনার কয়েক মাসের মধ্য়ে আবার বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে উঠল দাদাগিরির অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের সুপার এবং উপাচার্যের কাছে অভিযোগ জানাল হস্টেলের বি ব্লকের বাসিন্দারা। 


হস্টেলের আবাসিকদের একাংশের অভিযোগ, কমনরুমে বসে মদ-গাঁজার আসর। চলে দেদার পার্টি। প্রতিবাদ করলেই মাঝরাতে দরজায় মারা হয় লাথি। অভিযোগ, দাদাগিরি চালাচ্ছেন বিশ্ববিদ্য়ালয়ের কিছু প্রাক্তন পড়ুয়া। এমনকী, বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করায় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁদের।যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের  অভিযোগকারী পড়ুয়া বলেন, সুজয়দা মদ খেয়ে দল নিয়ে বি ব্লকের কিছি লোককে নিয়ে মাতলামি করে। ২০০৪ এর ব্য়াচ ছিল। আমাদের মেন্টাল পরিস্থিতি কারপ করে দিচ্চে। আমরা সবাই ভয় পাই।' যাদবপুরের  অভিযোগকারী পড়ুয়া আরও  বলেন,'আমাদের থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। হস্টেলে পড়ার পরিবেশ নষ্ট হয়ে য়াচ্ছে। ছাদে গিয়ে দেখি মদের পার্টি করছে। আমরা অভিযোগ জানিয়েছি আগে।' অভিযোগের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্য়ালয়ের ডিন অফ স্টুডেন্টস। 


আরও পড়ুন, 'সীমান্ত সিল করে দেওয়া হতে পারে' ! এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা


 যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ডিন  রজত রায় বলেন,'আমরা ভাইস চেন্সলারের কাছে অভিযোগ জানিয়েছি। ওরা প্রাক্তন। জোর করে হস্টেলে তাকতে চায়। বার করে দেওয়া হয়েছিল। ফের এসেছে। দেখা হবে য়াতে না তাকে। ছেলেটি মাদকাসক্ত। আমরা অ্য়াকশন নেব।'গতবছর যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে ছাত্র মৃত্য়ুর ঘটনার পর বহিরাগতদের প্রবেশ রুখতে একাধিক নির্দেশিকা জারি করা হয়। কিন্তু তার পরেও উঠল বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ।তবে কি কর্তৃপক্ষের নির্দেশিকাই সার? উঠছে প্রশ্ন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।