হিন্দোল দে , অরিত্রিক ভট্টাচার্য , কৃষ্ণেন্দু অধিকারী , কলকাতা : কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন। যাদবপুরের সমাবর্তনে আচার্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ( Dr. C.V. Ananda Bose ) সামনেই এদিন বিক্ষোভ দেখালেন FETSU  সদস্যরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মুহুর্মুহু উঠল স্লোগান। পতাকা, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা।


শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সামনেই নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের একাংশ। যাদবপুরের সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলার নব নিযুক্ত রাজ্যপাল Dr. C.V. Ananda Bose ।


'নির্বাচন করাটা গণতান্ত্রিক অধিকার' । সেই দাবি নিয়েই রাজ্যপালের সামনে আন্দোলন দেখাম পড়ুয়ারা। সূত্রের খবর, রাজ্যপাল বিষয়টি দেখবেন বলেই জানান।                                                                                                                        


আরও পড়ুন :


 আজও ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা শহরে, কবে কাঁপুনি ধরাবে শীত ?


এর আগে গত সপ্তাহখানেক ধরেই কলকাতা মেডিক্যাল কলেজে উত্তপ্ত ছাত্র রাজনীতি। চলেছে ছাত্রদের একাংশের অনশন আন্দোলন। স্বয়ং শিক্ষা প্রতিমন্ত্রী কলেজ হাসপাতালে গিয়েছেন। অবশেষে, ১২দিন পরে মেডিক্যাল কলেজ (Medical College) থেকে ওঠে ছাত্রদের অনশন (Hunger Strike)। ২২ ডিসেম্বর ছাত্র ভোট করানোর দাবি শুরু করে আন্দোলনকারীরা। কর্তৃপক্ষ না চাইলেও ছাত্র ভোট করানোর দাবি আন্দোলনকারীদের। ছাত্রভোটের দাবিতে অনড় থেকেও অনশন প্রত্যাহার করে তারা। ১২ দিন ধরে নির্বাচনের দাবিতে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অনড় ছিলেন নিজেদের দাবিতে। অনশন চলাকালীন বেশ কিছু পড়ুয়া অসুস্থও হয়ে পড়েন। অবশেষে আজ সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ সেই অনশন তাঁরা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন।   এরপর ২২ তারিখ কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায়, নিজেরাই ভোট পরিচালনা করেন পড়ুুয়ারা। । বিশিষ্টদের নজরদারিতে নির্বাচন প্রক্রিয়া করা হয়। ওই দিনই ফল প্রকাশিত হয়। এভাবেই হয় অভিনব ছাত্র সংসদ নির্বাচন।