কলকাতা : দোষারোপ, পাল্টা দোষারোপ। যাদবপুরে রাজনৈতিক দখল ঘিরে লড়াই। ছাত্র মৃত্যুর পর বৃহস্পতিবার ঝরল রক্তও।   যাদবপুরের ঘটনায় শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) মুখে ফের টুকড়ে টুকড়ে গ্যাঙের প্রসঙ্গ উঠে এল। এদিন দুপুরে যাদবপুরে বিজেপির ( BJP ) প্রতিবাদ কর্মসূচির পর যাদবপুরের ( Jadavpur University ) এইটবি বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে।


এরপর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে শুভেন্দুর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বাধে! বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে যান ওই যুবক!


সেই ঘটনা নিয়ে এবার X প্ল্যাটফর্মে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। তিনি লেখেন,' গতকাল, আমি ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর গিয়েছিলাম। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময়, বিকেল ৫.৪০ নাগাদ, আমি হঠাৎ করে একদল অজানা দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হই, যারা আমার নিরাপত্তা লঙ্ঘন করে স্লোগান দিচ্ছিল এবং কালো পতাকা দেখাচ্ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা "বিপ্লবী ছাত্র ফেডারেশন" এর সদস্য; এটি একটি অতি-বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠন। '

শুভেন্দুর আরও লেখেন, 'আমার ভাষণে তাদের ভণ্ডামি তুলে ধরেছি বলে তাদের বিষয়টা পছন্দ হয়নি। এরা ওই দলের অংশ “Revolutionary Students Federation”, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশবিরোধী ও অসামাজিক কাজের আখড়া বানিয়ে তুলেছে। এরা প্রতিষ্ঠানবিরোধী ও বিচ্ছিন্নতাবাদের আদর্শে বিশ্বাসী। তারা একদিকে সরকারের সমালোচনা করে, কিন্তু একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়া শেষের পরও ছাত্রদের জন্য বরাদ্দ সুযোগসুবিধা পেতে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। '


অন্যদিকে যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে শুক্রবারও সরগরম রাজ্য রাজনীতি।  নদিয়ায় মৃত পড়ুয়ার বাড়িতে যাচ্ছে বিজেপি, বাম ও কংগ্রেস নেতৃত্ব। সকালে পৌঁছনোর কথা সুজন চক্রবর্তীর।  দুপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বিরোধী দলনেতা। বিকেলে যাবেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এর আগে বুধবার মৃত ছাত্রের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা।         


আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের