পার্থপ্রতিম ঘোষ ও সুজিত মণ্ডল, কলকাতা: যাদবপুরে বিজেপির মিছিলে ধুন্ধুমার (Jadavpur Violence)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ বিজেপি (BJP) কর্মীকে। পুলিশকে মারধর, খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে (Jadavpur Police)।
এসএসসি দুর্নীতির বিরুদ্ধে মিছিলে ধুন্ধুমার
SSC-র দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগে বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার তেতে উঠেছিল যাদবপুর থানা চত্বর। রক্ত ঝরেছিল পুলিশ কর্মীর। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করল পুলিশ। গ্রেফতার করা হল ৭ বিজেপি কর্মীকে।
মামলা দায়ের করা হল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী-সহ একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধর, খুনের চেষ্টা, সরকারি কর্মীর কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, অবৈধ জমায়েত করে গোলমাল পাকানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
বিজেপি-র দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভানেত্রী সঙ্ঘমিত্রা বলেন, "দক্ষিণ কলকাতায় ভাল কাজ করছে। সেই কারণে সহ্য হচ্ছে না তাই এই মামলা দেয়া হচ্ছে। কারো কারো প্ররোচনায়। কোনও সরকারি সম্পত্তি নষ্ট হয়নি। মিথ্যে মামলা করছে। আমরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব।"
আরও পড়ুন: India-Bangladesh Relations: ফের ‘মৈত্রী’র ‘বন্ধন’, দু’বছর পর চালু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল
SSC’তে নিয়োগ দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে। শনিবার বিকেলে সেই ইস্যুতেই বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর থানা চত্বর। পুলিশের সঙ্গে দফায় দফায় অশান্তি হয় বিজেপি কর্মীদের। আহত হন যাদবপুর থানার ওসি-সহ একাধিক পুলিশকর্মী।
যথারীতি এই ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ শুরু হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অন্যায় হবে, বিরোধিতা করলে কেস খেতে হবে। প্রতিবাদ করতে গেলে মারও খেতে হবে। জেলেও যেতে হবে। গণতন্ত্রের নাম নিশান নেই। বিরোধীদের কোনো সম্মান নেই। সাধারণ মানুষের কথা শোনার জন্য কেউ নেই।’’
যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, ‘‘পুলিশ পুলিশের কাজ করেছে। কী ঘটনা করেছে ইলেকট্রনিক্স মিডিয়ায় সবাই দেখেছে। পুলিশকে ইট-পাটকেল ছুড়েছে, এটা কি ঠিক?’’
আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী
যাদবপুর থানা সূত্রে দাবি, অশান্তিতে পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত। মাথা ফেটেছে একজনের। বিজেপিরও দাবি, শনিবারের ঘটনায় তাঁদেরও একাধিক কর্মী আহত। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।