ভাস্কর ঘোষ, হাওড়া: বেলুড় মঠের সারদা পীঠে আজ জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2024)। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে। পূর্বাহ্নের পুজো, পরে মধ্যাহ্ন এবং অপরাহ্নের পুজো হবে। তিন প্রহরের পুজোর পর হবে হোম, পুষ্পাঞ্জলি ও সন্ধ্যারতি। সকাল ৬টায় শুরু হয় পূর্বাহ্নের পুজো। গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। 


আজ বেলা ১১টায় মধ্যাহ্নের পুজো। সাড়ে ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত দেওয়া হবে খিচুড়ি ভোগ। দুপুর ২টোয় অপরাহ্নের পুজো।  বিকেল ৪টেয় হোম এবং পুষ্পাঞ্জলি। সন্ধে ৬টা আরতি। আগামীকাল সকাল ৭টা বেলুড় মঠে দশমী পুজো হবে। এরপর দর্পণে বিসর্জন, সন্ধেয় মায়ের ঘাটে প্রতিমা বির্সজন। ১৯৪১ সালে বেলুড় মঠের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Dinhata News: সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা