কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal) জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন। আসানসোলে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে আবেদন জানিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পার্থর পর অনুব্রত-মামলাতেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়েছে। জেলে ভার্চুয়াল শুনানির জন্য সবরকম বন্দোবস্ত রয়েছে বলেও আদালতকে জানিয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ। আগামীকাল গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হবে। 


ব্যাঙ্ক আধিকারিককে সিবিআই তলব: গরুপাচার মামলায় সিউড়ি ও বোলপুরের ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪ আধিকারিককে তলব সিবিআইয়ের। নিজাম প্যালেসে ২ ব্যাঙ্ক আধিকারিকের বয়ান রেকর্ড করা হয়েছে। জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে ৪ ব্যাঙ্ক আধিকারিককে বেশ কিছু নথি আনতে বলা হয়েছে নথি।


সিবিআই সূত্রে দাবি, ইতিমধ্যেই অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট তাদের হাতে এসেছে। এছাড়া, অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠদের নামেও একাধিক ব্যাঙ্কে টাকা রাখা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। সেই সূত্রেই বোলপুর ও সিউড়ির ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪ আধিকারিককে জিজ্ঞাসাবাদ। খবর সূত্রের। 


মামলার রায়দান: উল্লেখ্য মঙ্গলকোটে (Mongalkot) অশান্তি ও খুনের চেষ্টার মামলার রায়দান আগামী ৯ সেপ্টেম্বর। মামলার সওয়াল-জবাব পর্ব গতকাল শেষ হয়েছে। ৯ সেপ্টেম্বর রায়দানের দিন বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজির থাকবেন অনুব্রত মণ্ডল-সহ বাকি অভিযুক্তরা। ২০১০-এর মঙ্গলকোটে অশান্তি ও খুনের চেষ্টার মামলায় অনুব্রত ছাড়া পুলিশের চার্জশিটে নাম রয়েছে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ ও তাঁর ভাই নানুরের তৃণমূল নেতা কাজল শেখের। 


অনুব্রতর ভাবনা: জেলেও স্বস্তি নেই। জানা গিয়েছে, জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রতর। ব্যাপক হবে পঞ্চায়েত ভোট। আসানসোল জেল থেকে বেরোনোর সময় বললেন অনুব্রত। কর্মীদের তৃণমূলের হয়ে কাজ করার নির্দেশ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। অনুব্রতই নেতা, কিন্তু তাঁর অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের রাজনীতিতে কোনও প্রভাব পড়ছে না, দায়িত্ব সামলাচ্ছেন বাকিরা, জানালেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ।পঞ্চায়েত হাতে না থাকলে রোজগার বন্ধ হয়ে যাবে। কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিন্হার।  অনুব্রত জেলে থাকলেও মুখ্যমন্ত্রীর আশীর্বাদ তাঁর ওপর আছে।কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। 


আরও পড়ুন: Chit Fund Case: চিটফান্ড মামলায় এবার তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব সিবিআই-র