রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দলছুট হয়ে ব্যস্ত সময়ে রাজ্য সড়কে দাঁতাল (Elephant)। আর তাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। বিপদের পরোয়া না করে কাছে গিয়ে ছবি তোলার হিড়িক পড়ে গেল। এমনই দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ির (Jalpaigudi) রাস্তায়। 


জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকার ঘটনা। বুধবার সকালে আচমকাই গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের ৪ নম্বর সেতু সংলগ্ন রাস্তায় এসে হাজির হয় দাঁতালটি। দীর্ঘ ক্ষণ সেখানে ঘোরাঘুরি করতে থাকে সেটি। 


রাস্তার উপর এ ভাবে দাঁতালটিকে ঘোরাঘুরি করতে দেখে কার্যত হুলস্থুল পড়ে যায় এলাকায়। ব্যস্ত সময়ে রাস্তায় থমকে যায় যান চলাচল। আশেপাশের এলাকা থেকে মানুষ এসে ভিড় করেন রাস্তায়। 


কিন্তু বেশ কিছু ক্ষণ পরেও দাঁতালটি সরে না যাওয়ায়, ক্রমশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিপদ উপেক্ষা করে দাঁতালের কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করেন কয়েক জন। মোটরসাইকেল নিয়েও দাঁতালের কাছে এগিয়ে যেতে দেখা যায় কয়েক জনকে। 


আরও পড়ুন: সরকারি বাসে বোমা, তুঙ্গে রাজনৈতিক তরজা


প্রায় ঘণ্টাখানেক এমন বিশৃঙ্খলা চলতে থাকে রাস্তার উপর। একটা সময় পর রাস্তা থেকে নেমে জঙ্গলের দিকে এগিয়ে যায় দাঁতালটি। তাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। 
কিন্তু দায়িত্বজ্ঞানহীন ভাবে দাঁতালের দিকে এগিয়ে যাওয়ায় বড় বিপদ হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। এক ঘণ্টার বেশি সময় ধরে রাজ্য সড়কের উপর দাঁতালটি ঘুরে বেড়ালেও, প্রশাসন বা বন দফতরের কাউকে কেন দেখা গেল না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। 


দলছুট হয়ে লোকালয়ে দাঁতালের ঢুকে পড়া একেবারেই নতুন ঘটনা নয় জলপাইগুড়িতে। এর আগে, নভেম্বর মাসে বৈকুণ্ঠপুরে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে দেখা যায় দুই দাঁতালকে। সেই সময়ও চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় ২২ ঘণ্টার চেষ্টায় সেই সময় দাঁতাল দু’টিকে জঙ্গলে ফেরত পাঠাতে পেরেছিল বন দফতর (Forest Department)।