রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) গজলডোবা ক্যানেল রোড (Gajoldoba canal Road) থেকে দু’টি ক্যাঙ্গারু (Kangaroo) উদ্ধার করলেন বৈকুন্ঠপুর বন বিভাগের কর্মীরা। উদ্ধার করার পর ক্যাঙ্গারুগুলিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে (Bengal Safari) পাঠানো হয়েছে।
জোড়া ক্যাঙারু উদ্ধার
এদিন গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকার ক্যানেল রোড এলাকায় অভিযান চালান বন বিভাগের কর্মীরা। একটি গাড়ি থেকে উদ্ধার হয় দু’টি ক্যাঙ্গারু। এরপর বেলাকোবা রেঞ্জের কর্মীরা ক্যাঙ্গারু দু’টিকে উদ্ধার করে বেলাকোবা রেঞ্জে নিয়ে যান। এরপর ক্যাঙারুগুলিকে বেঙ্গল সাফারিতে পাঠানোর ব্যবস্থা করা হয়।
জঙ্গলে আগুন লাগানো রুখতে গিয়ে আক্রান্ত ৪
কিছুদিন আগেই জলপাইগুড়ির সরস্বতীপুরে জঙ্গলে আগুন লাগানো রুখতে গিয়ে আক্রান্ত হন বিট অফিসার সহ চারজন। বন দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বৈকুণ্ঠপুর রেঞ্জের সরস্বতীপুরে চোরাশিকারীরা জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আগুন লাগানো আটকাতে যান বনকর্মীরা। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। এই হামলায় আহত হন সরস্বতীপুরের বিট অফিসার সহ চারজন।
আরও পড়ুন আলিপুরদুয়ারে বাইসনের হানায় মৃত ১, আহত ২
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চোরাশিকারীরা জঙ্গলে আগুন লাগিয়ে শিকারের চেষ্টা করে। সরস্বতীপুরেও তারা একই পদ্ধতিতে শিকারের চেষ্টা করছিল। তবে বন বিভাগ খবর পেয়ে গিয়ে সেই অপচেষ্টা রুখে দেয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
শিলিগুড়ি থেকে উদ্ধার চিতাবাঘের চামড়া
এর আগে শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে জলপাই মোড়ের কাছে উদ্ধার করা হয় চিতাবাঘের চামড়া। এই ঘটনায় গ্রেফতার করা হয় দু’জনকে।
বন দফতর সূত্রে জানা যায়, ধৃতদের চিতাবাঘের চামড়াগুলি পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা সম্ভব হয় সেগুলি। একটি চার চাকার যাত্রীবাহী ছোটো গাড়ি দেখে সন্দেহ হয় বন দফতরের কর্মীদের। সঙ্গে সঙ্গে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির মধ্যে থেকে একটি সুটকেস পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় চিতা বাঘের চামড়া। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দু’জনকে। ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা।
বন দফতর সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াটি এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। বনকর্মীদের অনুমান, চিতাবাঘটি শিকার করে চামড়া নেপালে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের।