অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বাইসনের (Bison) হামলায় মৃত্য হল এক বয়স্ক ব্যক্তির। আহত হয়েছেন দু’জন। বন দফতরের (Forest Department) ঘুমপাড়ানি গুলিতে কাবু করা সম্ভব হয়েছে বাইসনটিকে। এরপর সেটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় গভীর জঙ্গলে।
রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের (Alipurduar) ২ নম্বর ব্লকের মহেশতলা, মধ্য পারোকাটা, চেপানী, কাঁঠালতলা সহ সংলগ্ন অঞ্চলে। বাইসনকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের আধিকারিকরাও উদ্বিগ্ন হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে খবর, আজ পারোকাটা গ্রাম পঞ্চায়েতের মহেশতলা অঞ্চলে রায়ডাক নদীর তীরে গরু চড়াতে গিয়ে বক্সার জঙ্গল (Buxa) থেকে বেরিয়ে আসা বাইসনের হামলায় গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা ৭২ বছর বয়সি নারায়ণ দাস। বাইসনের শিংয়ের আঘাতে তাঁর হাত-পা ও কানে গুরুতর চোট লাগে। প্রথমে কামাক্ষাগুড়ি প্রাথমিক হাসপাতাল এবং পরবর্তীকালে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। এই বৃদ্ধের মৃত্যুতে স্থানীয় অঞ্চলে শোকের ছায়া। বাইসনটিকে বন দফতরের কর্মীরা জঙ্গলে ছেড়ে দিয়ে এলেও, স্থানীয় বাসিন্দাদের মনে এখনও আতঙ্ক।
আরও পড়ুন বক্সায় বন্যপ্রাণী শিকার রোধে বন দফতরের কড়াকড়ি, চলছে সচেতনতা প্রচার
অন্যদিকে, সারাদিন বক্সা বন দফতরের দক্ষিণ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা বাইসনটিকে বাগে আনার চেষ্টা চালিয়ে যান। স্থানীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে বাইসনের আতঙ্ক। বিকেল চারটে নাগাদ মধ্য-পারোকাটা অঞ্চলে ঘুমপাড়ানি গুলিতে কাবু করতে সক্ষম হন বন দফতরের কর্মীরা। তারপর বাইসনটিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে খবর।
এ বিষয়ে দক্ষিণ রায়ডাক রেঞ্জের আধিকারিক অমিতেশ শতপথি জানিয়েছেন, ‘একটি বাইসন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। বাইসনটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বাইসনের হামলায় মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।’