রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেন, জলপাইগুড়ি : আড়াই বছর পর খুলছে ভুটানের দরজা। ২৩ সেপ্টেম্বর খুলছে ভুটান গেট (Bhutan Gate)। পুজোর মুখে এই খবরে খুশির হাওয়া আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে। তবে ভুটান গেট খুললেও, নতুন কিছু নির্দেশিকা জারি করেছে ভুটান।


দুর্গাপুজোর মুখে সুখবর


দীর্ঘ অপেক্ষার অবসান। দুর্গাপুজোর মুখে, আড়াই বছর পর খুলছে ভুটানের দরজা। আলিপুরদুয়ারের (Alipurduar) জয়গাঁ ও ভুটানের ফুন্টশোলিং সীমান্তের ভুটান গেট খুলছে ২৩ সেপ্টেম্বর। আবার জলপাইগুড়ির (Jalpaiguri) চামুর্চি ও ভুটানের সামসির মধ্যে অবস্থিত ভুটান গেটও একই দিনে খুলছে। ভারতে করোনা যখন প্রথমবার পূর্ণ শক্তিতে ফনা তুলেছিল, তখন বন্ধ করে দেওয়া হয় ভুটান গেট। 


ব্যবসায়ী ও পর্যটকদের মুখে হাসি


দু’বছরে মারণ ভাইরাসের সংক্রমণ তলানিতে ঠেকলেও, এতদিন খোলেনি প্রতিবেশী দেশের প্রবেশদ্বার। যার জেরে, একদিকে যেমন ব্যবসার ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সমস্যায় পড়ছিলেন পর্যটকরা। এই পরিস্থিতিতে শুক্রবার জলপাইগুড়ি ও ভুটানের সামসি জেলাশাসক ও পুলিশ সুপাররা বৈঠক করেন। ভুটানে প্রবেশের জন্য কী কী নথি লাগবে, কত টাকাই বা লাগবে, কী কী কারণে টাকা লাগবে, কত দিনের জন্য যাবেন পর্যটকরা এই সবকিছু নিয়ে আলোচনা হয়। এতদিন ভুটান গেট বন্ধ থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এবার ভুটান গেট খুলতে চলায় আশার আলো দেখছেন তাঁরা। তবে ভুটান গেট খুললেও, নতুন কিছু নির্দেশিকা জারি করেছে ভুটান। সবমিলিয়ে, পুজোর মুখে ভুটান গেট খোলার খবরে খুশির হাওয়া ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে। 


কী বলছে প্রশাসন


জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেছেন, 'দীর্ঘ দু’বছর পর ভুটান গেট খুলতে চলেছে। করোনা কালে বন্ধ করে দেওয়া হয়েছিল ভুটান গেট,এবার ফের খুলছে। ভুটানের প্রতিনিধিরা তাদের নিয়মাবলী লিখিত আকারে তাদের কাছে দেবেন। সেগুলো পাবার পর পর্যটন ব্যবসায়ীদের কাছে সেই নিয়মাবলি গুলো পাঠিয়ে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।'


ভুটানের সামসির জেলাশাসক পাসাং দর্জি বলেছেন, 'আগামী ২৩ তারিখ থেকে ভুটান গেট খুলছে পর্যটকদের জন্য, পর্যটকেরা প্রবেশ করতে পারবেন। পর্যটকদের একটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি প্রদান করতে হবে, সেই বাবদ ১২০০ টাকা ধার্য করা হয়েছে।'


আরও পড়ুন- ‘কিছু দল নিজেদের নামের সঙ্গে কংগ্রেসকে জুড়ে রেখেছে’, নাম না করে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের