সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নিজের দলের প্রার্থীর (BJP Candidate) বিরুদ্ধেই ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগ। গ্রেফতার বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল (Ritwick Pal)।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে গ্রেফতার BJP নেতা
কিছুদিন আগে দুটি অডিও ক্লিপ ভাইরাল হয়। তার মধ্যে একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর কথোপকথন ছিল। আরেকটি অডিওতে কবীরশঙ্কর বসু টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথোপকথন ছিল। এই নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবীরশঙ্কর বসু। এরপর গতকাল হিন্দমোটরের বাড়ি থেকে বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পালকে গ্রেফতার করে পুলিশ।
ভুয়ো অডিও-র অভিজ্ঞতা এ রাজ্যে প্রথম নয়
প্রসঙ্গত, ভুয়ো ছবি , ভুয়ো আধার কার্ড, ভুয়ো ওয়েবসাইট থেকে শুরু করে ভুয়ো অডিও-র অভিজ্ঞতা এ রাজ্যে প্রথম নয়। আগেও একাধিকবার এই অভিযোগ সামনে এসেছে। নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীদের। তবে শেষ অবধি প্রমাণের অভাবে অধিকাংশই ধোপে টেকেনি। রাজ্যের একাধিক মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারই মাঝে উঠে এসেছে একের পর এক অভিযোগ। ভাইরাল অডিও তারই অংশ। যদিও নিজের দলের প্রার্থীর বিরুদ্ধেই ফেক অডিও তৈরির অভিযোগ বিরল।
ভাইরাল অডিও ক্লিপে অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের এক হেভিওয়েটের বিরুদ্ধে
সম্প্রতি একটি ভাইরাল অডিও ক্লিপে অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের এক হেভিওয়েটের বিরুদ্ধে। তবে এর সত্যতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ। সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছিল। কারণ ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে শোনা গিয়েছিল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম। কণ্ঠস্বর ছিল ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। যদিও ক্লিপটিকে উদ্দেশ্যপ্রোদিতভাবেই ভাইরাল করা হয়েছে বলে সেসময় দাবি জানিয়েছিল শঙ্কর দলুই।
আরও পড়ুন, তীব্র গরমে পুড়ছে বাংলা, কাকদ্বীপে প্রায় ১০০০ টি সরকারি গাছ কাটার অভিযোগ, গ্রেফতার ৬
গত বছরের শেষে, অঞ্চল সভাপতি শিবানি দত্তের অডিও ভাইরাল হয়েছিল। সেই অডিও-তে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের সমালোচনা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও তৃণমূল নেত্রী শিবানি দত্ত, গোটা ঘটনা চক্রান্ত বলেই দাবি করেছিলেন। যদিও এই ঘটনাতেই থেমে নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।