রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চালসা ভিউ পয়েন্টে (Chalsa View Point) বিধ্বংসী আগুনে ভস্মীভূত মালবাহী গাড়ি। সকালে চালসার অন্যতম পর্যটন কেন্দ্র চালসা ভিউ পয়েন্টে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

  


স্থানীয় সূত্রে খবর, ওই গাড়িটি চালসা থেকে মেটেলির (Meteli) দিকে সিমেন্ট নিয়ে যাচ্ছিল। হঠাৎ ভিউ পয়েন্টের সামনে গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। গাড়ির চালক কোনওরকমে প্রাণ বাঁচিয়ে গাড়ি থেকে নেমে যান। ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ ও মালবাজারের (Malbazar) দমকল এর একটি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


গাড়ির চালকের দাবি, চালসা (Chalsa) থেকে মেটেলি ওঠার সময় গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। কী কারণে এমন ঘটনা, তা বুঝতে পারেননি বলে জানান তিনি।


আরও আগুনের ঘটনা:
পাশাপাশি জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri) ২ লরির সংঘর্ষে আগুন লাগার ঘটনা ঘটে এদিন। একইদিনের হাওড়ার (Howrah) বাগনানেও বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ হাওড়ার বাগনান স্টেশন সংলগ্ন বাজারে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় ১৫-২০টি দোকান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন (Fire) নেভানোর কাজে হাত লাগান। শেষপর্যন্ত দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।  বুধবার গভীর রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে, এশিয়ান হাইওয়ের (Asian Highway) ওপর পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই লরি। ঘটনায় জখম হন লরির চালক ও খালাসি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।        


কয়েকদিন আগে কলকাতায়:
সম্প্রতি কলকাতায় (Kolkata) তপসিয়ার বিধ্বংসী আগুন লাগে একটি জুতোর কারখানায়। দমকলের একাধিক ইঞ্জিন গিয়েও অগ্নিকাণ্ড আয়ত্ত্বে আনতে কার্যত হিমসিম খেয়েছিল তারা। কারখানার ভিতরেই আটকে পড়েছিলেন বেশ কয়েকজন। তাদের বেশ কিছুক্ষণের চেষ্টায় অক্ষত অবস্থায় বের করে নিয়ে আনা সম্ভব হয়। অত্যাধুনিক প্রযুক্তি সাহায্য়ে আগুন নেভানোর কাজ চলেছে। কারখানার ভিতরে ঢুকে কাজ করছিলেন দমকল কর্মীরা। বেশ অনেকক্ষণের চেষ্টায় অবশেশে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেদিনই আবার কাঁকুড়গাছিতেই চলন্ত গাড়িতে আগুন লেগেছিল। মানিকতলা থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে।  


আরও পড়ুন: ১০০ কোটি তোলার অভিযোগ, চিটফান্ডকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার খানাকুলের তৃণমূল নেতা