Jalpaiguri News: জালে আটকে পড়ে ক্ষতবিক্ষত অজগর, উদ্ধার করলেন গ্রামবাসীরা

Python Recovered: জালের মধ্যে আটকে পড়ে ছটফট করছিল অজগরটি। তাতে ইঁট-পাথরে ঘষা লেগে শরীরের নানা জায়গায় ক্ষতস্থান তৈরি হয়। 

Continues below advertisement

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জঙ্গল পেরিয়ে চলে এসেছিল অনেক দূর। কিন্তু জালে আটকে পড়ে ছটফট করছিল। কিন্তু জাল কেটে বেরনো তো দূর, বরং ইঁট, পাথরে ঘষা লেগে ক্ষতবিক্ষত অবস্থা হয়। শেষমেশ গ্রামবাসীরাই এসে প্রাণ বাঁচালেন দীর্ঘাকার অজগরের (Python)। এই মুহূর্তে সেবা-শুশ্রূষা চলছে তার। অজগরটিকে নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই অজগরটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির  বলে জানা গিয়েছে (Indian Rock Python)।

Continues below advertisement

জালে আটকে পড়া অজগর উদ্ধার

ডুয়ার্সের ধূপগুড়ি (Dhupguri News) ব্লকের অন্তর্গত তেঁতুলতলা এলাকার ঘটনা। শুক্রবার সকালে সেখানে গ্রামের মধ্যে, একটি পচা ডোবার পাশে পড়ে থাকা জালে আটকে পড়া অবস্থায় অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। ঘুম থেকে উঠে দীর্ঘাকার অজগরটিকে দেখে কার্যতই হুলহুল পড়ে যায়। 

স্থানীয়রা জানিয়েছেন, কত ক্ষণ ওই জালে অজগরটি আটকে ছিল, তা স্পষ্ট নয়। তবে দীর্ঘ ক্ষণ বলেই ধরছেন তাঁরা। কারণ তাঁদের দাবি, জালের মধ্যে আটকে পড়ে ছটফট করছিল অজগরটি। তাতে ইঁট-পাথরে ঘষা লেগে শরীরের নানা জায়গায় ক্ষতস্থান তৈরি হয়। 

আরও পড়ুন: Haridevpur Accident : হরিদেবপুরে সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু অটো চালকের, কী অবস্থা যাত্রীদের ?

বিষয়টি চাক্ষুষ করেই বন দফতরকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স সংগঠনের সদস্যদেরও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। কিন্তু তত ক্ষণে সাপটিকে জাল কেটে বার করে ফেলেছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক জায়গায় আঘাত লেগে আহত হয়েছিল সাপটি। জাল থেকে বেরনোর জন্য ছটফট করছিল। তাতে মায়া হয় গ্রামবাসীদের। তাই সাহস করে এগিয়ে যান কয়েক জন। জাল কেটে অজগরটিকে বার করে বস্তাবন্দি করা হয়।

বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে অজগরটিকে

জানা গিয়েছে, অজগরকে উদ্ধার করে সর্প বিশারদ মিন্টু চৌধুরীর কাছে নিয়ে যান বন্যপ্রাণী প্রেমীরা। তিনি শুশ্রূষার পর অজগরটিকে বন দফতরের হাতে তুলে দেন। অজগরটি পুরোপুরি সেরে উঠলে, তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। গত এক মাসে ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে এই নিয়ে ১২টি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির অজগর উদ্ধার হল বলে জানা গিয়েছে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola