রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ । সাসপেন্ড করা হল নবনিযুক্ত পোস্ট মাস্টারকে। পোস্ট অফিসের ভেতরেই দীর্ঘক্ষণ অভিযুক্ত পোস্টমাস্টারকে আটকে রাখলেন ভুক্তভোগীরা। ঘটনার জেরে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের বামনপাড়া পোস্ট অফিসে শোরগোল পড়ে যায়।


জানা গিয়েছে, নয় মাস আগে ওই পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্ট মাস্টার হিসেবে কাজে যোগ দেন জিৎ সুর। সম্প্রতি কয়েকজন গ্রাহক লক্ষ্য করেন, তাঁদের পাসবইয়ে একাধিক গরমিল রয়েছে। কারো কয়েক হাজার টাকা, কারো লক্ষাধিক টাকা উধাও।


অভিযোগ ওঠে, কোথাও নকল সই করে, আবার কোথাও গ্রাহকদের ভুয়ো পাসবই দিয়ে হাজার হাজার টাকা তুলে নিয়েছেন পোস্টমাস্টার। বিষয়টি নজরে আসতেই কয়েকজন গ্রাহক পোস্ট অফিসের জলপাইগুড়ি আঞ্চলিক শাখায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার খড়িয়া পোস্ট অফিসের শাখায় তদন্তে যান আঞ্চলিক শাখার সহকারী সুপারিনটেন্ডেন্ট। তিনি সব বিষয় খতিয়ে দেখার পর জানান, প্রাথমিক তদন্তে গ্রাহকদের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে।অভিযুক্ত পোস্ট মাস্টারকে সাসপেন্ড করার পাশাপাশি বিভাগীয় তদন্তও চলবে বলে জানান তিনি। 


সেই সঙ্গে প্রতারিত গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান, গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে।


এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুর। তবে কেন এমন কাণ্ড তিনি ঘটালেন তা স্পষ্ট হয়নি।


কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে দিনেদুপুরে চুরি


চলতি মাসে নদিয়ার কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে দিনেদুপুরে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। দিনেদুপুরে অফিস চলাকালীন পোস্ট অফিস চত্বর থেকে এই ভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।


কী ঘটনা ?


দুপুরে অজয় বোস নামে পোস্ট অফিসের এক এজেন্ট গ্রাহকদের টাকা জমার দেওয়ার জন্য পোস্ট অফিসে যান। তিনি একটি টেবিলে টাকার ব্যগটি রেখে তাঁর পরিচিত এক মহিলাকে দেখতে বলে অফিসের ভিতরে কাজে যান।


অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই মহিলাকে বলেন তাঁর পায়ের কাছে টাকা পড়ে আছে। ওই মহিলা টাকা তোলার জন্য নিচু হন। উঠে দাঁড়াতেই দেখেন টাকার ব্যাগ উধাও। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিও উধাও। ওই ব্যগে এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল বলে জানা যায়।