রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে। চড়ছে উত্তেজনার পারদ। ভারত বিদ্বেষী স্লোগান উঠছে বাংলাদেশে প্রকাশ্যেই। ভারতের সব রকম জিনিস বয়কটের ডাক দিয়েছেন সেখানকার নেতাই। এরই মধ্যে শুক্রবার উত্তেজনা ছড়াল বাংলাদেশ বর্ডারে। বেআইনি পাচার রুখতে গিয়ে চলল গুলি। সূত্রের খবর গরু পাচার রুখতে গিয়েই গুলি চালাতে হয় BSFকে।  গুলিতে একজনের প্রাণ যায়। 


জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিং পাড়ায় সীমান্তে একটা অংশে কাঁটাতার নেই।  বৃহস্পতিবার রাতে সেই ফাঁকা জায়গা দিয়েই গরু পাচারের চেষ্টা করে একদল বাংলাদেশি।  ৩৫  থেকে ৪০ জন ছিল সেই দলে।  বি এস এফ জওয়ানরা তাদের রোখার চেষ্টা করলেই উত্তেজনা সৃষ্টি হয়। জওয়ানদের ওপর পাল্টা হামলা চালায় হামলাকারীরা।    


তখনই দুই তরফে সংঘর্ষ বাধে।  নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য বিএসএফের তরফে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে খবর।  এতেই এক পাচারকারী মারা যায়। একজন গুলি খেলেও অন্যরা গরু নিয়ে পালিয়ে যায়। একটি মাত্র গরুকে উদ্ধার করতে পারে  বিএসএফ। 


দু পক্ষের সংঘর্ষে  সাধন সাউড়ি নামে এক বিএসএফ জওয়ান আহত হন । তাঁকে  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।   গভীর রাতে এই ঘটনা ঘটে থাকলেও দুপুর পর্যন্ত ওই বাংলাদেশি পাচারকারীর দেহ  ঝুলিপাড়া এলাকায় উন্মুক্ত মাঠেই পড়ে ছিল। এছাড়াও সেখানে পাওয়া গিয়েছে পাচারকারীদের ধারালো অস্ত্রশস্ত্র।                                                 


বিএসএফ সূত্রে খবর, ঘন কুয়াশার মধ্যে ভারতের সিংপাড়া থেকে বাংলাদেশে গরু নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা। বিএসএফ  জওয়ানরা তাদের ধাওয়া করলে, তারা না পালিয়ে পাল্টা আক্রমণ করে।  লাঠি দিয়ে আঘাত করে। তাতে বিএসএফের একজন জওয়ান আহত হন। তখনই আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। তাতেই এক পাচারকারী মারা যায়। তবে বাকিরা পালিয়ে যায়। বিএসএফের একজনই আহত হয়েছেন বলে খবর। 


আরও পড়ুন :

'শাড়ি পোড়ানো যায়, ইতিহাস নয়', বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা মনে করালেন সুমন দে 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে