রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দ্বিতীয়াতেই জুটল পুলিশের মার। শুক্রবার আচমকাই জলপাইগুড়ি শহরের দিন বাজার সংলগ্ন এলাকায় হকার্স উচ্ছেদ অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ, আর এতেই সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়, রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে একজনকে রীতিমত লাঠিপেটা করে আটক করেছে পুলিশ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। 


জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম ব্যবসায়িক এলাকা বলে চিহ্নিত দিনবাজার। দ্বিতীয়ায় স্বাভাবিকভাবেই বাজারে দু-পয়সা আয়ের আসায় রাস্তাজুড়ে পসরা সাজিয়ে বসেছিল অন্যান্য দিনের মতো বেশ কিছু ব্যবসায়ী। আচমকাই অভিযানে নামে পুলিশ। শুরু হয় বচসা, এরই মধ্যে একশ্রেণীর হকার্স পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করতেই মারমুখী হয়ে উঠতে দেখা যায় পুলিশকে। দ্রুত রাস্তায় রাখা সামগ্রী সরিয়ে নিতে বলায়, হকার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এক ব্যবসায়ী অভিযানের বিরোধিতা করে বলতে থাকেন , শুধুমাত্র দিন বাজার এলাকায় কেন বারবার এই অত্যাচার ? এরপরেই হকার্স লক্ষী শা-কে পুলিশ আটক করে। রীতিমত লাঠিপেটা করে গাড়িতে তুলে নিয়ে যায়।


জুন মাসে দখলদারি ও ফুটপাতে হকার সমস্যার বাড়বাড়ন্ত নিয়ে মমতার  মুখে উঠে এসেছিল বহিরাগত ইস্যু। এর আগে সরাসরি না হলেও অস্থানীয় ব্য়ক্তিদের কলকাতায় বিভিন্ন জায়গায় বসে পড়ার প্রসঙ্গ এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এনিয়ে নবান্নে বৈঠকও করেন তিনি। সেখানেও তিনি বলেন, 'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না'।এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের পরে অ্যাকশন মোডে যায় পুলিশ। কলকাতা ও লাগোয়া এলাকায় এবং রাজ্যের অন্যত্রও ফুটপাত দখল তোলে পুলিশ। বুলডোজার নিয়ে ভেঙে ফেলা হয়।


আরও পড়ুন, পুজোর সময় অবস্থান তুলে নিতে অনুরোধ, জুনিয়র ডাক্তারদের ইমেল লালবাজারের


এই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, 'যাদের উচ্ছেদ করা হয়েছে, তাঁরা যদি স্থানীয় বাসিন্দা হন, অন্য কোনও আয়ের উৎস না থাকে, তাঁদের দেখবে সরকার। এদের জন্য বিল্ডিং তৈরি করা যেতে পারে।' পাশাপাশি তিনি আরও বলেন, 'হকারির জন্য বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না। বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক, তাদের একটা নির্দিষ্ট জোন করা হোক। হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক।' 'হকারদের জন্য পুরো ফুটপাথ দখল হয়ে যাচ্ছে। হকারের স্টলের পাশে গো-ডাউন বানিয়ে ফেলা হচ্ছে। এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে। হকার নেতারা চাঁদা তুলে ইচ্ছেমতো ডালা বসাবেন না। পুলিশ ও হকার নেতারা চাঁদা তোলা বন্ধ করুন', সেসময় নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।