রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: সময়সীমা পেরলেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দেওয়া প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হয়নি। জারি হয়নি বিজ্ঞপ্তি। প্রতিবাদে শুক্রবার থেকে ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ।
বিধানসভা উপনির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উপনির্বাচনে ধূপগুড়ি বিধানসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেওয়া সময়সীমা পেরিয়েছে। এমনকী বছর ঘুরলেও এখনও ধূপগুড়ি মহকুমা গঠনের বিজ্ঞপ্তি জারি হয়নি। ধূপগুড়িকে মহকুমা গঠনের প্রস্তাব পাস হয়েছে রাজ্য় মন্ত্রিসভায়। কিন্তু, তারপরেও আটকে মহকুমা গঠনের প্রক্রিয়া। আইনি জটিলতায় ধূপগুড়ি মহকুমা গঠন আটকে রয়েছে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। আইনি জটিলতা মিটলে মহকুমা গঠন করা হবে বলে জানানো হয়েছে রাজ্য় সরকারের তরফে।
মহকুমার দাবিতে অনশন: এই পরিস্থিতিতে শুক্রবার থেকে অনশন শুরু করল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসেছেন মঞ্চের সদস্য়রা। সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, “একেক বার একেকটা কথা হচ্ছে। কখনও বিধানসভায় বলা হচ্ছে। কখনও মন্ত্রিসভায় পাস হচ্ছে বলা হচ্ছে। আবার নতুন করে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কোর্টের একটা প্রসঙ্গ এসে গেছে। কিন্তু, আমরা যারা ধূপগুড়ির মানুষ ভোটের আগে যে প্রতিশ্রুতিটা শুনেছিলাম সেটা হচ্ছে না।’’
এবিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলার সম্পাদক শ্যামা প্রসাদ বলেন, “ধূপগুপড়ি মহকুমা হোক এটা তো আমরাও চাই। প্রথম থেকেই বলে আসছি। নির্বাচনের সময় নবাব এসে যেভাবে বলে গেলেন আমি যেটা বলি সেটা করি। আমি কথা দিয়ে যাচ্ছি ৩১ ডিসেম্বরের মধ্যে করে দেব। নাটকবাজি আর কতদিন? ভোটে জিতে এখন নাটকবাজি। আপনি জানতেন না যে কী অনুমতি লাগে।’’ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ সিংহ বলেন, “যারা সাব ডিভিশন নিয়ে রিলে অনশন করছেন তাঁদের কাছে হাত জোড় করে আমার অনুরোধ মমতা বন্দ্য়োপাধ্য়া, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যেটা বলেন করেন। ইতিমধ্য়েই সব কাজ হয়ে গেছে। আমি তথ্য় সহকারে সবাইকে জানাতে চাই জুডিশিয়াল অর্ডার না হলে এটা হয় না। অযথা আন্দোলন করে ধূপগুড়ি মহকুমার যে কাজ সেই কাজ আটকে রেখে লাভ নেই।’’
৪ জানুয়ারি ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। সেই বিক্ষোভ কর্মসূচি থেকে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মঞ্চের সদস্য়রা। ধূপগুড়ি মহকুমা গঠনের বিজ্ঞপ্তি জারি না হওয়ায় এবার অনশনে বসলেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gangasagar Mela 2024: নিরাপত্তায় জোর, সাগর মেলায় দুর্ঘটনা রুখতে তৈরি সিভিল ডিফেন্স ও NDRF