রাজা চট্টোপাধ্যায়, ময়নাগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) ময়নাগুড়িতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার পরে খুনের হুমকি। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এখনও অধরা আরও দুই অভিযুক্ত। 


ধর্ষণের চেষ্টার পরে খুনের হুমকির অভিযোগ: অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী দুই যুবক। মূল অভিযুক্তর ভাইকে আটক করেছিল পুলিশ। অভিযোগ, ছাড়া পেতেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে অভিযুক্তর সঙ্গীরা। কেস না তুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, ভয় পেয়ে গতকাল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


ফের রাজ্যে ধর্ষণের চেষ্টার অভিযোগ:  হাঁসখালি থেকে দেগঙ্গা, পিংলা থেকে ইংরেজবাজার ধর্ষণ থেকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। শুধু ধর্ষণের চেষ্টাই নয়, কেস না তুললে একেবারে প্রাণে মেরে ফেলার হুমকি। অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি নাবালিকার পরিবারের। ময়নাগুড়িকাণ্ডে ধর্ষণের চেষ্টা, হুমকির অভিযোগ নিয়ে এসপি জানান, “অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের খোঁজ চলছে।‘’ হুমকির অভিযোগে তৃণমূলের দাবি, “আগে তৃণমূল করত, এখন বিজেপি করে, সবাইকে গ্রেফতার করতে হবে।’’ ময়নাগুড়ি তৃণমূল ব্লক সভাপতি শিবশঙ্কর দত্তের বলেন, "আগে তৃণমূল করত। এখন বিজেপি করে। ২০১৯ সালে অনেকেই বিজেপিতে চলে গিয়েছিল। তাদের এই অভিযুক্তও একজন। আমাদের দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।'' ময়নাগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামীর কথায়, "মেয়েটা কোনওক্রমে পালিয়ে বেঁচেছে। তারপর তাকে হুমকি দেওয়া হয়। মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।'' 


এদিকে হাঁসখালির পথে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৪ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের ধৌরহারা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তথ্য অনুসন্ধান কমিটিতে নাম থাকা সত্ত্বেও প্রতিনিধিদলে নেই যোগী আদিত্যনাথ সরকারের শিশুকল্যাণমন্ত্রী বেবিরানি মৌর্য। হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।


আরও পড়ুন: Jhalda Murder: এক লক্ষ টাকায় ভাড়া অস্ত্র! খবর সূত্রের